RCB vs KKR: প্রথম দল হিসাবে চলতি আইপিএলে এই কীর্তি কেকেআরের, পয়েন্ট টেবিলেও লম্বা লাফ
রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পাওয়া মিচেল স্টার্ক (Mitchell Starc) ২ ম্যাচে ৮ ওভারে দিয়েছেন ১০০ রান! যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ক্যাচ ফেলার প্রদর্শনী চলল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংসে তিন-তিনটি ক্যাচ পড়ল। যার মধ্যে দুটি পড়ল গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। ম্যাড ম্যাক্স ছন্দে থাকলে কী করতে পারেন, সেই আশঙ্কাকে উস্কে দিয়ে। প্রথমবার ১১ রানের মাথায় পড়ল ম্যাক্সওয়েলের ক্যাচ। সুনীল নারাইনের (Sunil Narine) বলে তাঁর ক্যাচ ফেললেন রামনদীপ সিংহ। হর্ষিত রানার (Harshit Rana) বলে ২১ রানের মাথায় ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন নারাইন। পরে অনুজ রাওয়াতের ক্যাচ ফেললেন বরুণ চক্রবর্তী। হতভাগ্য বোলারের নাম? আন্দ্রে রাসেল।
তবু শুক্রবার রাতে নাইট শিবিরে সকলের মুখে হাসি। কারণ, সব ভুলত্রুটি ঢাকা পড়ে যাচ্ছে দলের। কারণ, জিতেই চলেছে কেকেআর।
প্রথম ম্যাচে ঘরের মাঠে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডেরায় গিয়ে হারিয়ে দিল আরসিবি-কে।
হারিয়ে দিল বললেও হয়তো কম লেখা হয়। লেখা উচিত, উড়িয়ে দিল। একটা পরিসংখ্যান থেকেই নাইটদের দাপট পরিষ্কার হয়ে যায়। ১৮৩ রান তাড়া করতে নেমে ম্যাচে একটা সময় এমন পরিস্থিতি দাঁড়াল যে, শেষ ৫ ওভারে ১৬ রান তুলতে হবে। হাতে সাত উইকেট!
আরসিবি ইনিংসকে টেনেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওপেন করতে নেমে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন কোহলি। সঙ্গে কখনও ক্যামেরন গ্রিন (২১ বলে ৩৩ রান), কখনও দীনেশ কার্তিক (৮ বলে ২০ রান)। স্টার্ককে সাধারণের স্তরে নামিয়ে এনেছিলেন। কেকেআর বোলারদের মধ্যে নজর কাড়লেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। দুজনই তুলে নিলেন দুটি করে উইকেট। ১৮২/৬ তুলেছিল আরসিবি।
জবাবে ব্যাট করতে নেমে ৩.১ ওভার বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। আগের ম্যাচে রান না পেলেও, এই ম্যাচেও নারাইনকে দিয়েই ইনিংস ওপেন করিয়েছিল কেকেআর। ২২ বলে ৪৭ রান করে কেকেআরের রান তাড়া করার ভিত তৈরি করে দিলেন নারাইনই। ফিল সল্ট ২০ বলে করলেন ৩০ রান।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে ৩০ বলে ৫০ রান করলেন বেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত রইলেন শ্রেয়স আইয়ার। মাত্র ১৬.৫ ওভারে লক্ষ্যপূরণ কেকেআরের। ছক্কা মেরে দলকে জেতালেন শ্রেয়স।
১ উইকেট ও ঝোড়ো ৪৭ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন নারাইন। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জিতল কেকেআর।
কেকেআরের কাছে পয়মন্ত চিন্নাস্বামী। ২০১৪ সালে এই মাঠেই পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৫ সাল থেকে চিন্নাস্বামীতে হারেনি নাইটরা। ছবি - কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -