Ravindra Jadeja Controversy: আইপিএলের ইতিহাসে মাত্র তিনজন এই নিয়মে আউট হয়েছেন, জাডেজার উইকেট ঘিরে শোরগোল
রবিবার আইপিএলে (IPL 2024) শোরগোল পড়ে গেল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja Out Controversy) উইকেট ঘিরে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরল নিয়মের শিকার হলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাই সুপার কিংস ম্যাচ জিতলেও জাডেজার আউট ঘিরে চলল বিতর্ক। ঠিক কী হয়েছিল ম্যাচে? কোন নিয়মে আউট হলেন জাডেজা, যা নিয়ে এত বিতর্ক?
ঘটনাটি চিপক স্টেডিয়ামের। রবিবার বিকেলের ম্যাচে যে মাঠে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। রাজস্থানের ১৪১/৫ স্কোর তাড়া করতে নেমেছিল সিএসকে।
তাদের ইনিংসের ১৬তম ওভারের পঞ্চম বল। আবেশ খানের বল থার্ড ম্যানে পাঠিয়ে দ্রুত এক রান পূর্ণ করেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। দ্বিতীয় রানও নিতে গিয়েছিলেন তিনি। তবে থার্ড ম্যাচ ফিল্ডার বল থ্রো করে দেন রাজস্থানের উইকেটকিপার তথা অধিনায়ক সঞ্জু স্যামসনের হাতে। যে কারণে দ্বিতীয় রান নিতে অস্বীকার করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
কিন্তু জাডেজা ততক্ষণে ক্রিজের অর্ধেক পেরিয়ে গিয়েছেন। রুতুরাজ ফিরিয়ে দিতেই তিনি ঘুরে নিজের ক্রিজে ফেরার জন্য দৌড় শুরু করেন। ইতিমধ্যেই বল উইকেট লক্ষ্য করে থ্রো করেছিলেন সঞ্জু।
সেই বল পিছন দিক থেকে জাডেজার হাতে লাগে। সঙ্গে সঙ্গেই ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য (Obstructing the field) জাডেজার বিরুদ্ধে আউটের আবেদন করেন সঞ্জু-সহ রাজস্থানের ক্রিকেটারেরা। তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করেন। তাঁর মনে হয়েছিল, ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা দিয়েছেন জাডেজা।
যদিও তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিয়ম হচ্ছে, কোনও ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা দেন, কোনও থ্রো রুখে দেন বা ক্যাচ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাঁকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মে আউট দেওয়া হবে।
যদিও জাডেজার ক্ষেত্রে অনেকের মনে হয়েছে, তিনি নিজের মতো করেই ক্রিজে ফেরার চেষ্টা করছিলেন।
সঞ্জু যে থ্রো করবেন, সেটা দেখা থেকে এড়িয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভবও ছিল না। আউট হওয়ার পর আম্পায়ারকে একবার জিজ্ঞেসও করেন জাডেজা। তারপর মাঠ ছাড়েন।
আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসাবে এই নিয়মে আউট হলেন জাডেজা। ২০১৩ সালে ইউসুফ পাঠান আইপিএলে এই নিয়মে প্রথম আউট হন। ২০১৯ সালে আউট হয়েছিলেন অমিত মিশ্র। এবার ফিরলেন জাডেজা। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -