IPL 2024: কেউ রাজমিস্ত্রী, কেউ বানালেন মিষ্টি, চাহাল-স্যামসন-বোল্টদের ছবি দেখলে চমকে উঠবেন
গ্রামের মহিলাদের সঙ্গে মিষ্টি তৈরি করলেন সঞ্জু স্যামসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ বানালেন ননী, কেউ আবার হাতে হাত মিলিয়ে করলেন বিভিন্ন ঘরোয়া কাজ।
অভিনব এক উদ্যোগ নিল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)। রাজস্থানে মহিলাদের বিকাশ ও উন্নয়নের জন্য বিশেষ এক ঘোষণা করল সঞ্জু স্যামসনদের (Sanju Samson) দল।
শনিবার জয়পুরে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারেরা যে কটা ওভার বাউন্ডারি মারবেন, প্রত্যেকটি ছক্কা পিছু রাজস্থানে ৬টি করে বাড়িতে সৌরবিদ্যুতের ব্য়বস্থা করবে রাজস্থান রয়্যালস। যাতে পরিবেশরক্ষা হয়। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'হ্যাশট্যাগ পিঙ্ক প্রমিস'।
আরসিবির বিরুদ্ধে ম্যাচকে রাজস্থান ও দেশের অন্যত্র মহিলাদের উন্নয়নের কাজে ব্যবহার করতে চায় রাজস্থান। এ ব্যাপারে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন নামক রাজস্থান রয়্যালসের সামাজিক উদ্যোগকে এগিয়ে দেওয়া হচ্ছে। আরসিবি ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন সঞ্জুরা।
তার আগে স্থানীয় মহিলাদের সঙ্গে বিভিন্ন ঘরোয়া কাজে হাত লাগালেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারেরা।
ট্রেন্ট বোল্ট, রিয়ান পরাগকে দেখা গেল মাটির হাঁড়ি মাথায় করে জল নিয়ে যাচ্ছেন।
রাজস্থানের মহিলাদের পানীয় জল আনতে দূর দূরান্তে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা যেন নিজেরাই উপলব্ধি করলেন বোল্ট-পরাগরা।
যুজবেন্দ্র চাহাল রাজমিস্ত্রির কাজও করলেন। তাঁকে দেখা গেল ইট গাঁথছেন।
পয়েন্ট টেবিলেও ভাল জায়গায় রয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সের মতোই পরপর তিন ম্যাচ জিতেছেন সঞ্জু, যশস্বী জয়সওয়ালরা। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছে রাজস্থান। শীর্ষে কেকেআর। ছবি - রাজস্থান রয়্যালস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -