IPL Records: আইপিএলে ব্যাটারদের কাছে ত্রাস, ডট বল করেই কেড়ে নেন রাতের ঘুম
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধরে নেওয়া হয় চার-ছক্কার খেলা। ব্যাটাররা হাতের ব্যাট গদার মতো ঘোরাবেন। আর বল উড়ে গিয়ে পড়বে গ্যালারিতে। আইপিএলেও এটাই পরিচিত ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বোলাররাও ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। ডট বল করে ব্যাটারদের ত্রাস হয়ে উঠতে পারেন বোলাররা। যেমন ভুবনেশ্বর কুমার। আইপিএলে সর্বোচ্চ ১৫৪৮টি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার, অর্থাৎ এতগুলি বলে কোনও রান দেননি।
কেকেআরের বিস্ময় স্পিনার সুনীল নারাইন তালিকায় দুইয়ে। কেকেআরকে দুবার আইপিএল জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন নারাইন।
আইপিএলে ৬৩২ ওভার বল করে ১৪৯২টি ডট বল করেছেন ক্যারিবিয়ান তারকা। বোলিং অ্যাকশন বদলানোর পর অনেকে বলেন তাঁর বলের ধার কমেছে। তবে কার্যকারিতা কমেনি নারাইনের।
আর অশ্বিনও স্পিনের জালে ত্রস্ত করে রেখেছেন ব্যাটারদের। আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করার নিরিখে তিন নম্বরে রয়েছেন তিনি।
আইপিএলে মোট ১৪৮৫টি ডট বল রয়েছে তামিলনাড়ুর অফস্পিনারের। তালিকায় তিন নম্বরে তিনি।
লেগস্পিনার পীযূষ চাওলাও ডট বলের ভেল্কি দেখিয়েছেন। চাওলা এখন খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে।
আইপিএলে ১২৭৭টি ডট বল করেছেন চাওলা। তালিকায় তিনি চার নম্বরে।
ক্রিকেট থেকে অবসর নিলেও ভাজ্জিও আইপিএলে ছাপ ফেলেছেন। কৃপণ বোলিং করার জন্য পরিচিত ছিলেন হরভজন সিংহ।
আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ধোনির সিএসকে-তেও খেলেছেন ভাজ্জি। আইপিএলে ১২৬৮টি ডট বল রয়েছে হরভজন সিংহের। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -