Anrich Nortje: ভেঙেছে আঙুল, দুশ্চিন্তায় কেকেআর, আইপিএলে খেলতে না পারলে কি বাংলাদেশের পেসারকে নেবে শাহরুখের দল?
কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং বিভাগের সেরা অস্ত্র মনে করা হচ্ছে তাঁকে। মিচেল স্টার্কের জুতোয় পা গলানোর চ্যালেঞ্জ ছিল সামনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নখিয়াকে সাড়ে ৬ কোটি টাকা দিয়ে নিলাম থেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
তবে বৃহস্পতিবার কেকেআর শিবিরের জন্য এল উদ্বেগের খবর। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সময় বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙেছে ডানহাতি পেসারের।
বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার। আইপিএল শুরু হওয়ার কথা মার্চ মাসে। নখিয়ার খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা। একান্ত তিনি খেলতে না পারলে? বিকল্প হিসাবে কাকে নিতে পারে কেকেআর?
নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
ডেথ ওভারে কার্যকরী। টি-২০ ক্রিকেটে ২৬৮ ম্যাচে ৩৩৭ উইকেট রয়েছে ফিজের।
বাংলাদেশের আর এক পেসার তাঞ্জিম হাসান সাকিবকেও নিতে পারে কেকেআর।
ডানহাতি ফাস্টবোলারের বলের গতি চমকে দেওয়ার মতো। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে ৪৯ ম্যাচে নিয়েছেন ৬২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফও হতে পারেন নখিয়ার বিকল্প। ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিকেটার ডোয়েন ব্র্য়াভো এখন কেকেআরের মেন্টর। তিনিও জোসেফকে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে পারেন।
নখিয়ার মতোই আগুনে গতিতে বল করেন জোসেফ। ১৩২ টি-২০ ম্যাচে ১৫৮ উইকেট রয়েছে ক্যারিবিয়ান পেসারের। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -