Rohit Sharma: ১৪ বছর আগে এই দিনেই রোহিত-প্রাপ্তি হয় মুম্বই ইন্ডিয়ান্সের, পেলেন বিশেষ সম্মান
দেখতে দেখতে ১৪ বছর পার। ২০১১ সালে ৮ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুকেশ-নীতা অম্বানির দলের জার্সিতে রোহিতের গোটা সফর নিয়ে বিশেষ এক বিবৃতি প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানে মুম্বই ইন্ডিয়ান্সে গত ১৪ বছরে রোহিতের কাটানো বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে রোহিতের আইপিএল কেরিয়ারও বর্ণনা করা হয়েছে এক ঝলকে।
২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগেই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। হায়দরাবাদ ডেকান চার্জার্সের জার্সিতে, অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন।
রোহিতই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি আইপিএল খেলা ক্রিকেটার। ১৪টি আইপিএল খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ২০২৫ সালের আইপিএল হবে মুম্বইয়ের হয়ে তাঁর কেরিয়ারের ১৫তম আইপিএল।
২০১৩ সালে টুর্নামেন্টের মাঝপথে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ব্যাটন ওঠে রোহিতের হাতে। সেবারই দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত।
তারপর থেকে রোহিতের নেতৃত্বে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যা আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ট্রফি জয়ের নজির।
রোহিতই প্রথম অধিনায়ক, যাঁর পাঁচটি আইপিএল জেতার নজির রয়েছে। দ্বিতীয় অধিনায়ক হিসাবে পরপর দুবার আইপিএল জিতেছেন রোহিত।
রোহিত আর কায়রন পোলার্ডই হচ্ছেন সেই দুই ক্রিকেটার, যাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার বছরেই ফাইনালে খেলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই রোহিতকে ডাকা হয় হিটম্যান নামে।মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির রয়েছে মুম্বইয়ের। মুম্বইয়ের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করার নজিরও রয়েছে রোহিতের। রোহিত মুম্বইয়ের হয়ে ৫৪৫৮ রান করেছেন। তাঁর মারা ২২৯টি ছক্কাও আইপিএলে রেকর্ড।
তবে গত আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে মুম্বই। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। তবু রোহিতকে রিটেন করেছে মুম্বই। পরের আইপিএলেও মুম্বইয়ের জার্সিতেই দেখা যাবে রোহিতকে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -