RCB Predicted Playing XI: অধিনায়ক কোহলি, ওপেনার ফিল সল্ট? আইপিএলের একাদশ সাজিয়ে ফেলল আরসিবি?
সতেরো বছরের ইতিহাসে আইপিএল ট্রফি-হীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার নতুন করে দল সাজিয়েছে তারা। কেমন হতে পারে আরসিবির একাদশ? শোনা যাচ্ছে, ফের নেতৃত্বের ব্যাটন উঠতে পারে বিরাট কোহলির হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআর ছেড়ে দেওয়ার পর ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিল সল্টকে কিনেছে আরসিবি। তিনি ইনিংস ওপেন করতে পারেন।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন রজত পাতিদার। আরিসিবি-র ব্যাটিং অর্ডারে তিন নম্বরে খেলতে পারেন মধ্য প্রদেশের তরুণ।
জস বাটলারের অনুপস্থিতিতে সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তাঁকে চার নম্বরে নামাতে পারে আরসিবি।
ক্রুণাল পাণ্ড্যকে নিলাম থেকে কিনেছে আরসিবি। অলরাউন্ডার ক্রুণালকে পাঁচ নম্বরে নামিয়ে রান তোলার গতি বাড়াতে পারে আরসিবি।
ভারতীয় উইকেটকিপার জিতেশ শর্মা বিগহিটার। ডেথ ওভারে ঝড় তুলতে পারেন। ছয়ে দেখা যেতে পারে।
বিগহিটার টিম ডেভিডকে সাত নম্বরে নামাতে পারে আরসিবি। যিনি গত আইপিএলে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
স্যুইংয়ের রাজা ভুবনেশ্বর কুমার ব্যাট হাতেও কার্যকরী। সাতে খেলতে পারেন।
কেকেআর থেকে ছিনিয়ে নেওয়া স্পিনার সূয়স শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামাতে পারে কোহলিদের দল।
পরে ব্যাটিং করলে দেবদত্ত পড়িক্কলকেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে আরসিবি।
পেস বিভাগের ভরসা যশ দয়াল। আরসিবির বোলিং আক্রমণের অন্যতম মুখ।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। সব মিলিয়ে এবার আরও শক্তিশালী দল গড়েছে আরসিবি। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -