IPL Auction: সর্বকালের রেকর্ড ভেঙে শীর্ষে পন্থ, নিলামের প্রথম দিনে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার একঝলকে
দিল্লি ক্য়াপিটালস ছেড়ে দিয়েছিল ঋষভ পন্থকে। নিলামের টেবিলে সবচেয়ে বেশি দর উঠল বাঁহাতি উইকেট কিপার ব্যাটারের। ২৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপারজায়ান্টস দলে নিয়েছে তারকা ব্যাটারকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআরের আইপিএল জয়ী প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকে ২৬ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তাঁকেই হয়ত নেতৃত্বভার দেওয়া হবে।
বেঙ্কটেশ আইয়ারকে কেকেআর দলে রিটেন করেছে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে। আগের মরশুমেও কেকেআরে ছিলেন বেঙ্কটেশ।
ঈশান কিষাণ রয়েছেন তালিকায়। তাঁকে ১১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে।
অর্শদীপ সিংহের ক্ষেত্রে আরটিএম ব্য়বহার করেছে পাঞ্জাব কিংস। ১৮ কোটি মূল্যে তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব।
যুজবেন্দ্র চাহালকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া স্পিনার হয়েছেন চাহাল।
কে এল রাহুল লখনউ সুপারজায়ান্ট ছেড়েছিলেন নিলামের আগেই। নিলাম থেকে তাঁকে ১৪ কোটি মূল্যে দলে নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।
জস হ্যাজেলউড অস্ট্রেলিয়ার তারকা পেসার। আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে অজি পেসারকে। তাঁকে ১২.৫০ কোটি মূল্যে দলে নেওয়া হল।
জোফ্রা আর্চারকে রাজস্থান রয়্যালস ১২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছে। এর আগেও আইপিএলে রাজস্থানের জার্সিতেই খেলেছিলেন।
জিতেশ শর্মাকে আগের মরশুমে ছেড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। নতুন মরশুমের আগে নিলামের মঞ্চ থেকে ১১ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -