IPL 2025 Auction: কারও বয়স ৪০ পেরিয়েছে, কারও আবার ৪০ ছুঁই ছুঁই, তবে আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন এই তারকারা
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই মেগা নিলামের আসর বসবে। দুইদিনব্যাপী এই নিলামে বেশ কিছু বর্ষীয়াণ তারকারা রয়েছেন যাদের নিয়ে প্রবল দর কষাকষি হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় প্রথমেই আসবে মিচেল স্টার্কের নাম। গত মরশুমেই আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেনব স্টার্ক।
খারাপ শুরুর পরেও কিন্তু আইপিএলের নক আউটে অনবদ্য পারফর্ম করে কেকেআরের খেতাব জয়ের অন্যতম কারণ হয়ে উঠেছিলেন স্টার্ক। তাই ৩৪ বছর বয়সি তারকার জন্য যে অনেক দল ঝাঁপাবে তা বলাই বাহুল্য।
ফাফ ডু প্লেসির জন্য আক্ষরিক অর্থেই বয়স একটি সংখ্যামাত্র। ৪০-র ডু প্লেসি গত দুই মরশুমে যথাক্রমে ১৫৩.৬৮ ও ১৬১.৬২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আইপিএলে আগের এক দশকে তাঁর স্ট্রাইক রেটে থেকে এটা অনেকটাই বেশি।
উপরন্তু, গত মরশুম পর্যন্তও আরসিবির অধিনায়ক ছিলেন ফাফ। প্রচুর ফ্র্যাঞ্চাইজি নতুন নেতার খোঁজে রয়েছে। প্রোটিয়া তারকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু তাই তাঁর জন্য বোনাস হতে পারে।
আইপিএলের সর্বকালের সর্বাধিক রান করা বিদেশি ক্রিকেটারের নাম ডেভিড ওয়ার্নার। সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আইপিএল পরিসংখ্যান খারাপ হয়েছে বটে।
তবে অজ়ি তারকা নিজের দিনে একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন। তাঁর অভিজ্ঞতা ও শীর্ষ স্তরে পারফর্ম করার ট্র্যাক রেকর্ড ওয়ার্নারকে নিলামে বড় দর পাইয়ে দিতে পারে।
আইপিএলে ২১২টি ম্যাচ খেলে আর অশ্বিন টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও বটে।
পাশাপাশি ব্যাট হাতেও বেশ দক্ষ অশ্বিন। তাঁকে বহুবার পিঞ্চ হিটার হিসাবে ব্যবহার করেছে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। অশ্বিনের অলরাউন্ড দক্ষতা তাঁকে আকর্ষণীয় করে তোলে।
অভিজ্ঞতা, ট্র্যাক রেকর্ড এবং দক্ষতা, আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবির কাছে সবকিছুই রয়েছে। তাই নিজের কেরিয়ারের শেষ পর্বে উপনীত হলেও, নবির জন্য কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজির বেশ মোটা টাকার দর হাঁকাতে পারে। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -