IPL Retentions: আইপিএলে সবই হয়! এই দশ তারকাকে ছেড়ে দিল দল, হতবাক ক্রিকেটপ্রেমীরা
আইপিএলে সবই হয়। না হলে গতবার যে অধিনায়ক দলকে চ্যাম্পিয়ন করেছিল, পরের বার তাঁকেই ছেড়ে দিতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি? কলকাতা নাইট রাইডার্স তাই করেছে। ছেড়ে দিয়েছে শ্রেয়স আইয়ারকে। নিলামের টেবিল থেকে যদিও শ্রেয়সকে কেনার বিকল্প এখনও হাতে রয়েছে। তবে তাঁর জন্য বেশি দাম দিতে কেকেআর শিবির রাজি হবে বলে খবর নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা ছিলেন। সেই ঈশান কিষাণকে রিটেন করল না পাঁচবারের চ্যাম্পিয়নরা। পাঁচজন ক্যাপড প্লেয়ারকে ইতিমধ্যেই রিটেন করেছে মুম্বই। হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। তাই রাইট টু ম্যাচ কার্ড দিয়ে নিলাম থেকেও ঈশানকে নেওয়ার সুযোগ নেই। একমাত্র ফেরাতে পারে নিলামে সরাসরি দর কষাকষি করে।
জস বাটলার আর ধারাবাহিকতা যেন আইপিএলে সমর্থক দুই শব্দ। অথচ রাজস্থান রয়্যালসের রিটেনশন তালিকায় নেই বাটলার। নভেম্বরের নিলামে ফ্রি প্লেয়ার হিসাবে উঠবেন ইংরেজ তারকা।
সোশ্যাল মিডিয়ায় যেদিন নিজের কত দাম উঠতে পারে, সেই ব্যাপারে ভক্তদের মত চেয়েছিলেন ঋষভ পন্থ, সেদিন থেকেই তাঁর দিল্লি ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা সত্যি করে পন্থকে রিটেন করল না দিল্লি ক্যাপিটালস।
২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় গত আইপিএলে তাঁকে কিনে রেকর্ড গড়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার সেই মিচেল স্টার্ককে রাখেনি শাহরুখ খান, জুহি চাওলার দল। ছেড়ে দেওয়া হয়েছে অস্ট্রেলীয় স্পিডস্টারকে। নিলাম থেকে তাঁকে কেনার সুযোগ তৈরি হল।
ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ফাইনালে ম্যাচের মোড় ঘোরানো স্পেল করেছিলেন। সেই অর্শদীপ সিংহকে রাখল না পাঞ্জাব কিংস। গত আইপিএলে ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। দাম ছিল ৪ কোটি টাকা। এবার কি আরও বেশি দর পাবেন?
কে এল রাহুলের দল ছাড়া নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। তাতেই সিলমোহর পড়েছে। অধিনায়ককে ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রাহুলের পরের গন্তব্য কী, স্থির হবে নিলামের টেবিলে।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হয় ম্যাড ম্যাক্স। সঙ্গে কার্যকরী স্পিন বোলিং। সেই গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
গত আইপিএলে রাচিন রবীন্দ্র খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে। তবে তাঁকে রিটেন করেনি সিএসকে। কিউয়ি তারকাকে নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠতে পারে।
গতবার ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় ওয়াশিংটন সুন্দরকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলে সাকুল্যে ২ ম্যাচ খেলে নিয়েছিলেন এক উইকেট। সুন্দরকে রিটেন করেনি হায়দরাবাদ। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -