Exit Poll 2024
(Source: Poll of Polls)
IPL Retention 2025: ফের একবার সর্বাধিক টাকা নিয়ে নিলামে নামবে পাঞ্জাব, চ্যাম্পিয়ন কেকেআরের হাতে রইল কত?
এখনও প্রথম খেতাব অধরা। নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু করতে আগ্রহী পাঞ্জাব কিংস কেবল প্রভসিমরণ ও শশাঙ্ক সিংহকে রিটেন করেছে। খরচ হয়েছে ৯.৫ কোটি। নিলামে পাঞ্জাবের হাতে খরচের জন্য রয়েছে সর্বাধিক ১১০.৫ কোটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র দুই দলই ছয় ক্রিকেটারকে রিটেন করে ফেলেছে। অর্থাৎ কোনও রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ছাড়াই নিলামে নামবেন তাঁরা। এদের মধ্যে একটি রাজস্থান রয়্যালস ও অপরটি কলকাতা নাইট রাইডার্স।
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি। রিঙ্কু সিংহকে সর্বাধিক ১৩ কোটি দিয়ে রিটেন করেছে। বাকি পাঁচ খেলোয়াড় মিলে খরচ হয়েছে ৫৭ কোটি, হাতে রয়েছে ৫১ কোটি। আর সঞ্জু স্যামসনের রাজস্থানের হাতে আরও কম ৪১ কোটি রয়েছে।
চেন্নাই সুপার কিংস পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে। ধোনিকে আনক্যাপড হিসাবে ৪ কোটিতে রিটেন করায় তাঁদের ঝুলিতে এখনও ৫৫ কোটি অবশিষ্ট রয়েছে।
টুর্নামেন্টে পাঁচ খেতাবজয়ী আরেক দল মুম্বই ইন্ডিয়ান্স জল্পনা সত্ত্বেও রোহিত, হার্দিক, সূর্য, বুমরা অর্থাৎ দলের ভিত ধরে রেখেছে। তাঁদের হাতে রয়েছে আরও কম, ৪৫ কোটি।
গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪৫ কোটি। রিটেন করা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক,২৩ কোটিতে হেনরিখ ক্লাসেন কিন্তু এই দলেই রয়েছেন। এছাড়া কামিন্স, হেড, অভিষেক শর্মাদের বিরাট দামে ধরে রেখেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।
লখনউ সুপার জায়ান্টস জল্পনা মতোই অধিনায়ক কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে। লখনউয়ের কাছে পাঁচ খেলোয়াড় রিটেন করার পরেও ৬৯ কোটি টাকা রয়েছে।
লখনউয়ের মতো দিল্লি ক্যাপিটালসও অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করেনি। বাংলার অভিষেক পোড়েল সহ মোট চার ক্রিকেটারকে রিটেন করা দিল্লির কাছে আরও ৭৩ কোটি টাকা রয়েছে নিলামে খরচ করার জন্য।
গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল সর্বোচ্চ নয়, বরং দ্বিতীয় সর্বোচ্চ দামে রিটেন হয়েছেন। দলের স্বার্থে তিনি কম টাকায় রাজি হয়েছেন খেলতে। এক বারের চ্যাম্পিয়নরা ৬৯ কোটি নিয়ে নিলামে নামতে পারবে।
সবার শেষে আসি আরসিবির কথায়। বিরাট কোহলিকে নাগাড়ে ১৮তম মরশুমের জন্য ধরে রেখেছে আরসিবি। তবে কোহলিসমেত মাত্র তিন ক্রিকেটারকে রিটেন করেছে তাঁরা । তাঁদের দখলে এখনও ৮৩ কোটি টাকা রয়েছে। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -