IPL Auction 2025: রয়েছেন একাধিক 'অরেঞ্জ ক্যাপ'জয়ী, সামিল টিম ইন্ডিয়া তারকাও, IPL নিলামে ব্রাত্যই রয়ে গেলেন এঁরা
অভিষেক টেস্টেই হাঁকিয়েছিলেন শতরান, রয়েছে অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার কৃতিত্বও। তবে না না বিতর্কে জড়িয়ে এখন পৃথ্বী শয়ের কেরিয়ার নিয়েই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে পৃথ্বীর, এই দাবিতেই মুম্বইয়ের রঞ্জি দল থেকেও চলতি মরশুমে বাদ পড়েছিলেন তিনি। তরুণ টপ অর্ডার ব্যাটারকে আইপিএলেও কেউ দলে নিল না।
দীর্ঘ অপেক্ষার পর সদ্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। হাঁকিয়ে ফেলেছেন শতরানও। তবে পৃথ্বীর মতোই তাঁর মুম্বই দলের সতীর্থও নিলামে অবিক্রিত।
২০১৫ সালে টিনএজে অভিষেক ঘটালেও, আইপিএলে সরফরাজের রেকর্ড অত্যন্ত সাধারণ। ৪০টি ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের সংখ্যাও খুব কম। সেই কারণেই সম্ভবত গত বছরের মতো এবারেও দল পেলেন না সরফরাজ।
আইপিএল কিংবদন্তি বললে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের অন্যতম ডেভিড ওয়ার্নার। পরিসংখ্যানের নিরিখে আইপিএলের সফলতম বিদেশি ব্যাটার। অধিনায়ক হিসাবে জিতেছেন আইপিএল, পেয়েছেন তিন বারের সর্বাধিক রানসংগ্রাহকের পুরস্কারও।
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নারের সম্ভবত আইপিএল সফর শেষ। তাঁর জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দর হাঁকায়নি।
ওয়ার্নারের প্রাক্তন সতীর্থ তথা আরেক সানরাইজার্স প্রাক্তনী গত মরশুমে গুজরাত টাইটান্সের অংশ ছিলেন।
২০১৮ সালের মরশুমে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন উইলিয়ামসন। তবে এবারের নিলামে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখাননি।
এ বছরেই ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি এসেছিল জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। তবে সেই ইনিংস ছাড়া তেমন বড় রান পাননি।
আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময় তেমন রান নেই। তাই হয়তো বাটলাররা বড় দর পেলেও নিলামে ব্রাত্যই থাকলেন বেয়ারস্টো। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -