IPL Retention: এই তারকাদের রিটেন না করে বড় ভুল করেছিল ফ্র্যাঞ্চাইজিরা, তালিকায় রয়েছেন একাধিক কেকেআর প্রাক্তনী
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির আজ রিটেনশন তালিকা প্রকাশের কথা। এই আবহেই দেখে নেওয়া যাক আইপিএলের সবথেকে বড় তারকা যাঁদের রিটেন করা হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটারদের নাম উঠলে ক্রিস গেলের নাম থাকবেই। আরসিবি, পাঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে গেল প্রচুর নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তবে গোটাটাই হয় কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পর।
গেলের দীর্ঘদিনের সতীর্থ এবি ডিভিলিয়ার্সের ক্ষেত্রেও ছবিটা অনেকটা একইরকম। এক তরুণ এবিডি দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে নিজের আইপিএল সফর শুরু করলেও, দিল্লি তাঁর প্রতিভার সঠিক মূল্যায়ণ সম্ভবত করতে না পেরেই তাঁকে দল থেকে ছেড়ে দেয়।
দিল্লির আরেক বড় ভুল আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া। বিশ্বখ্যাত রাসেল যে কেকেআরের হয়ে কত ম্যাচ জিতিয়েছেন, তা খুঁজে দেখতে গেলে গোটা দিন কেটে যাবে। নাইটদের জার্সিতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন 'দ্রে রাস'। তবে দিল্লি কিন্তু তরুণ রাসলকে রিলিজ় করেছিল।
অনেকটা একইরকম ভুল অবশ্য় কেকেআর নিজেরাও করেছে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়ে। একসময় কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন সূর্য। তবে তাঁকে ছেড়ে দেয় নাইটরা। এর জন্য বহুবার আক্ষেপ করতে শোনা গিয়েছে তৎকালীন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরকে।
বরুণ চক্রবর্তীকে বেশ মোটা টাকার বিনিময়ে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে তাঁকে রিটেন করেনি পাঞ্জাব। বরুণ সাম্প্রতিক সময়ে কেকেআরের হয়ে তাঁর ঘূর্ণিতে বহু ম্যাচ কিন্তু জিতিয়েছেন।
যুজবেন্দ্র চাহালকে লোকে মূলত আরসিবির জার্সিতেই দেখেছেন। হালে রাজস্থান রয়্যালসে খেলেছেন তিনি। তবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি কিন্তু এক সময় মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। পল্টনার তরুণ চাহালে অবশ্য বেশিদিন আস্থা রাখতে পারেননি।
কেএল রাহুলের আইপিএল রেকর্ডও বেশ ঈর্ষণীয়। তরুণ রাহুল কিন্তু একদা আরসিবির অংশ ছিল। তবে আরসিবি ছাড়ার পরেই তিনি সুপ্রতিষ্ঠিত হন। অবশ্য আসন্ন নিলামে আরসিবি আবার তাঁর জন্য ঝাঁপাবে বলে খবর।
জস বাটলার নিজের আইপিএল কেরিয়ারটা শুরু করেছিলেন মুম্বই ইন্ডয়ান্সের হয়ে। সেই কথা খুব কম লোকেরই মনে আছে। কিন্তু রাজস্থান রয়্যালসের জার্সিতে একের পর এক নজর কাড়া পারফর্ম করে তাক লাগিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের খেতাব জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন শেন ওয়াটসন। ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করলেও রাজস্থান অজ়ি তারকাকে দলে রাখেনি। ছবি: পিটিআই/ওয়াটসনের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -