IPL Spot Fixing: ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়নি, হতাশ ক্রিকেটার নিতে পারতেন জীবনের চরম সিদ্ধান্ত
সাল ২০১৩। ঠিক ১১ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত হয়েছিল আইপিএল। সেই ঘটনায় তিন ক্রিকেটারের নাম জড়িয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএস শ্রীসন্থ ও অঙ্কিত চহ্বানের পাশাপাশি কাঠগড়ায় তোলা হয়েছিল অজিত চাণ্ডিলাকে।
এ নিয়ে মুখ খুললেন অজিত চান্ডিলা। তিনি জানিয়েছেন, জেলেবন্দি থাকার সময় ভাইকে হারিয়েছিলেন। পরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি নিজেও।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ চান্ডিলা ছাড়াও এস শ্রীসন্থ ও অঙ্কিত চহ্বানকে গ্রেফতার করেছিল।
পরে শ্রীসন্থের নির্বাসনের শাস্তি কমানো হয়। তিনি ক্রিকেটে ফেরেন। আপাতত ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন কেরলের পেসার। সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চান্ডিলাও। তবে নিজের জীবনের ওই স্মৃতি ভুলে যেতে চান তিনি।
একটি পডকাস্ট শোয়ে অজিত বলেছেন, 'গোটা বিশ্ব জানে যে কিছুই হয়নি। ওই ঘটনায় জড়িত থাকলে আজ আমি সামনা সামনি বসে কথা বলতে পারতাম না।'
একটা লিগে খেলেছেন চাণ্ডিলা। তাঁর কথায়, '১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএলের ওই সময়টা দুঃস্বপ্নের মতো। কখনও মনে রাখতে চাই না।'
গড়াপেটার সেই ঘটনায় চাণ্ডিলা এতটাই ধাক্কা খান যে, নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। বলেছেন, 'পরিবার আমাকে শান্ত রেখেছিল। না হলে হয়তো নিজেকে শেষ করে দিতাম।'
চাণ্ডিলা আরও বলেছেন, 'জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি পর্যন্ত। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি। মাত্র দু’দিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গিয়েছিল।'
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চাণ্ডিলা। ছবি - এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -