IPL 2024: চিপকে ফের খেতাব উঠল কেকেআরের হাতে, আইপিএল ২০২৪-র সেরা খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার হলেন কারা?
আইপিএলের ১৭তম সংস্করণের বিজেতা হল কলকাতা নাইট রাইডার্স। একপেশে ফাইনালে ৫৭ বল বাকি থাকতে আট উইকেটে ম্য়াচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলল কেকেআর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা মরশুম দুরন্ত খেলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। তবে ফেয়ার প্লে পুরস্কার জিতল প্যাট কামিন্সের দল। পাশাপাশি সেরা মাঠও নির্বাচিত হল নিজামের শহরের উপ্পলই।
নিজের জন্মদিনের দিন আইপিএল ফাইনাল জয়ী সুনীল নারাইনকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। ৪৮৮ রান করার পাশাপাশি টুর্নামেন্টে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
৩৩.৬৭ গড়ে ৩০৩ রান ও তিনটি উইকেট নীতীশ রেড্ডিই হলেন সেরা উদীয়মান ক্রিকেটার। তাঁর দল ফাইনাল হারলেও, সদ্য ২১-এ পা দেওয়া তরুণ যে এ মরশুমে নিজের পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছেন, তা বলাই বাহুল্য।
এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। তবে ফের একবার অরেঞ্জ ক্যাপ জিতলেন বিরাট কোহলি। আরসিবি মহাতারকা টুর্নামেন্টে সর্বাধিক ৭৪১ রান করেছেন।
দ্বিতীয়বারের জন্য টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি হিসাবে পার্পল ক্যাপজয়ী হলেন হর্ষল পটেল। তিনি মোট ২৪টি উইকেট নিয়েছেন এবারের আইপিএলে।
দিল্লি ক্যাপিটালসের নিজের প্রথম আইপিএলেই সাড়া জাগিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। তরুণ অজি ২৩৪.০৪ স্ট্রাইক রেটে রান করে সুপার স্ট্রাইকার পুরস্কার জিতলেন।
আরেক তরুণ তুর্কি অভিষেক শর্মা টুর্নামেন্ট সর্বোচ্চ ৪২টি ছয় মেরে সুপার সিক্সেস পুরস্কার পকেটে ভরলেন। এক মরশুমে ভারতীয় হিসাবে তিনিই সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পিছনে ছুটে গিয়ে কুলকার্নির এক অনবদ্য ক্যাচ ধরেছিলেন রামনদীপ সিংহ। সেই ক্যাচটিকেই টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার দেওয়া হল। ছবি সৌজন্যে: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -