KKR vs MI: ২২ গজের মহারণের আগে খোশমেজাজে দুই দল, অনুশীলনের ফাঁকে চুটিয়ে আড্ডা রোহিত, গম্ভীরদের

এক দল বিগত ১১ মরশুমে ওয়াংখেড়েতে জিততে পারেনি। আরেক দলের প্লে-অফের আশা জিইয়ে রাখতে মরণ-বাঁচন ম্য়াচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শুক্রবার আইপিএলের ৫১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।

সেই ম্যাচের আগে অবশ্য দুই শিবিরের তারকাদের খোশমেজাজে আলাপচারিতা সারতে দেখা গেল।
দুই দলের দুই পাওয়ার হিটার সুনীল নারাইন ও সূর্যকুমার যাদব আড্ডা দেন। নারাইনকে ব্যাট দিয়ে স্যালুটও জানান সূর্য।
অপরদিকে, নারাইনের ত্রিনিদাদের সতীর্থ তথা মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং কোচ কায়রন পোলার্ডও নাইট তারকার সঙ্গে গল্পগুজব করেন।
বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু সিংহের সঙ্গে সাংবাদিক বৈঠক সেরেই মাঠে হাজির ভারতীয় অধিনায়ক রোহিতকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।
রিঙ্কুর সঙ্গে রোহিত ঠিক কী বলছিলেন রোহিত? জানতে আগ্রহী গোটা ক্রিকেটবিশ্ব।
রোহিতকে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায়।
তবে গল্প, আলাপচারিতার পাশাপাশি দুই দলের তারকারা কড়া অনুশীলনও সারেন।
শুক্রবার শেষ হাসি হাসবে কোন দল, সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -