Rishabh Pant: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা
ঋষভ পন্থকে আগামী আইপিএলের জন্য রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা গিয়েছিল, পন্থের শর্ত মেনে নিতে পারেনি দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ-ও জানা গিয়েছিল যে, পন্থকে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কথা দিয়েছিল যে, নিলামের টেবিলে তাঁর জন্য দর হাঁকা হবে না।
কিন্তু তারপরেও সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএলের নিলামে পন্থকে পেতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অনেকে।
কেন পন্থকে কথা দেওয়ার পরেও তাঁকে দলে নিতে দর হেঁকেছিল দিল্লি? সেই রহস্য উন্মোচন করলেন দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দল।
পার্থ জিন্দল জানিয়েছেন, অক্টোবর মাসে পন্থ ও দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্তারা সহমত হয়েছিলেন বিচ্ছেদের ব্যাপারেে। সেই সঙ্গে নিলামেও যে তাঁকে নেওয়ার চেষ্টা করা হবে না, জানানো হয়েছিল।
পার্থ বলেছেন, 'ঋষভ নিজেই জানিয়েছিল যে, ও আর থাকতে চায় না। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি।'
কিন্তু নিলাম চলাকালীন আচমকাই হৃদয় পরিবর্তন হয় এবং সেই কারণেই পন্থকে নেওয়ার জন্য ঝাঁপানো হয়েছিল বলে জানিয়েছেন পার্থ।
পার্থ জানিয়েছেন, চেষ্টা করার পরেও পন্থের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় আর শেষ পর্যন্ত বাঁহাতি তারকাকে দলে নিতে পারেননি তাঁরা।
নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -