IPL Record: আইপিএল ইতিহাসে এক ম্য়াচে সর্বোচ্চ রান দিয়েছেন এই বোলাররা
IPL: দুর্ভাগ্যবশত আইপিএলে এক ম্যাচে সর্বাধিক রান খরচ করা পাঁচ বোলারের চারজনই ভারতীয়।
আইপিএলে চার ওভারে সর্বাধিক রান দিয়েছেন এঁরা (ছবি: আইপিএল)
1/10
বছর পাঁচেক আগে সানরাইজার্সের হয়ে খেলার সময় আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রানের স্পেল করেছিলেন বাসিল থাম্পি।
2/10
মঈন আলি ও এবি ডিভিলিয়ার্সের দৌরাত্ম্যে থাম্পি চার ওভারে ৭০ রান খরচ করেছিলেন।
3/10
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহের কৃতিত্ব এখনও সকলের মনে তাজা। ওইদিন রিঙ্কুর পাশাপাশি ইতিহাস তৈরি করেছিলেন বোলার যশ দয়ালও।
4/10
তবে দয়ালের ইতিহাসটা হতাশার। তিনি নিজের চার ওভারে আইপিএলের দ্বিতীয় সর্বাধিক ৬৯ রান খরচ করেছিলেন।
5/10
এক দশক আগে সানরাইজার্সের হয়ে খেলার সময় মুরলি বিজয় ও সুরেশ রায়নার দাপটের শিকার হয়েছিলেন ইশান্ত শর্মা।
6/10
তিনি নিজের চার ওভারে ৬৬ রান দিয়েছিলেন, যা আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বাধিক।
7/10
আবার সানরাইজার্সের বিরুদ্ধেই ২০১৯ সালে সমসংখ্যক রান দিয়েছিলেন মুজিব উর রহমান।
8/10
তৎকালীন পাঞ্জাব বোলারের বিরুদ্ধে কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা ব্যাট হাতে ঝড় তুলেছিলেন।
9/10
বিশ্বের তাবড় তাবড় বোলারদের ঘুম কেড়ে নেওয়ার জন্য কোহলি-ডিভিলিয়ার্সের নামই যথেষ্ট। এই দুই মহাতারকার ব্যাটিং বিক্রমের শিকার হতে হয়েছিল উমেশ যাদবকে।
10/10
উমেশ ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে চার ওভার ৬৫ রান খরচ করেছিলেন।
Published at : 15 Apr 2023 10:41 PM (IST)