IPL Record: আইপিএল ইতিহাসে এক ম্য়াচে সর্বোচ্চ রান দিয়েছেন এই বোলাররা
বছর পাঁচেক আগে সানরাইজার্সের হয়ে খেলার সময় আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রানের স্পেল করেছিলেন বাসিল থাম্পি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঈন আলি ও এবি ডিভিলিয়ার্সের দৌরাত্ম্যে থাম্পি চার ওভারে ৭০ রান খরচ করেছিলেন।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহের কৃতিত্ব এখনও সকলের মনে তাজা। ওইদিন রিঙ্কুর পাশাপাশি ইতিহাস তৈরি করেছিলেন বোলার যশ দয়ালও।
তবে দয়ালের ইতিহাসটা হতাশার। তিনি নিজের চার ওভারে আইপিএলের দ্বিতীয় সর্বাধিক ৬৯ রান খরচ করেছিলেন।
এক দশক আগে সানরাইজার্সের হয়ে খেলার সময় মুরলি বিজয় ও সুরেশ রায়নার দাপটের শিকার হয়েছিলেন ইশান্ত শর্মা।
তিনি নিজের চার ওভারে ৬৬ রান দিয়েছিলেন, যা আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বাধিক।
আবার সানরাইজার্সের বিরুদ্ধেই ২০১৯ সালে সমসংখ্যক রান দিয়েছিলেন মুজিব উর রহমান।
তৎকালীন পাঞ্জাব বোলারের বিরুদ্ধে কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা ব্যাট হাতে ঝড় তুলেছিলেন।
বিশ্বের তাবড় তাবড় বোলারদের ঘুম কেড়ে নেওয়ার জন্য কোহলি-ডিভিলিয়ার্সের নামই যথেষ্ট। এই দুই মহাতারকার ব্যাটিং বিক্রমের শিকার হতে হয়েছিল উমেশ যাদবকে।
উমেশ ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে চার ওভার ৬৫ রান খরচ করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -