IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের তালিকায় কে কে?
টিম ইন্ডিয়ার 'হিটম্যান' রোহিত শর্মা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ১৫ ম্যাচে ৪৩.২৫ গড়ে ৫১৯ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর স্ট্রাইক রেট ১৪১।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি। কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ টি-টোয়েন্টি ম্যাচে ৬২.৬২ গড়ে ৫০১ রান করেছেন। উইন্ডিজ বোলারদের সামনে তাঁর স্ট্রাইক রেট ১৫৪.৬২।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতীয় খেলোয়াড়ও। কেএল রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ টি-টোয়েন্টিতে ৫৮.৮৩ গড়ে ৩৫৩ রান করেছেন। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট হয়েছে ১৫৯।
আসন্ন সিরিজে সহ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন কে এল রাহুল। এবারো তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় দল।
এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় এভিন লুইস। ভারতের বিপক্ষে ৯ টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ গড়ে ৩২২ রান করেছেন এই ওপেনার।
তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ডও। ১৪ ম্যাচে ৩২.৪৪ গড়ে ২৯২ রান করেছেন তিনি।
লিন্ডলে সিমন্স রয়েছেন তালিকায়। তিনি ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৬.৭১ ম্যাচে ২৫৭ রান করেছেন।
ঋষভ পন্থও রয়েছেন তালিকায়। তিনি ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ২২২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
আসন্ন সিরিজেও খেলতে দেখা যাবে পন্থকে। সাম্প্রতিক ভাল ফর্মে রয়েছেন পন্থ।
৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৩ রান করে তালিকায় সবার নীচে রয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার 'গব্বর' নামে পরিচিত শিখর ধবন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -