IPL Records: আইপিএলে দুই হাজার রান পূরণ করলেন রুতুরাজ, তিনিই কি দ্রুততম হিসাবে এই গণ্ডি পার করলেন?
'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের দখলে নেই, এমন খুব কম ব্যাটিং রেকর্ডই রয়েছে তিনি আইপিএলে দ্রুততম দুই হাজার রান করা ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে থাকলেও শীর্ষে নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬৩টি আইপিএল ইনিংস খেলে পঞ্চম দ্রুততম ব্যাটার হিসাবে দুই হাজার আইপিএল রান করেছেন সচিন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কেএল রাহুল। তাঁর ধারাবাহিকতা সত্যিই নজরকাড়া।
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ৬০ ইনিংসে দুই হাজার আইপিএল রানের গণ্ডি পার করেছেন।
রুতুরাজ গায়কোয়াড় এই গণ্ডি পার করতে নিলেন ৫৭টি ইনিংস।
সিএসকে নেতা তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪০ বলে ৬৯ রানের ইনিংসেই রবিবার দুই হাজার আইপিএল রান পূর্ণ করেন তিনি।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন শন মার্শ।
তিনি দুই হাজার রান করতে নিয়েছিলেন মাত্র ৫২টি ইনিংস।
তালিকায় এক নম্বরে রয়েছেন 'ইউনিভার্স বস'। মতান্তরে আইপিএলে খেলা সর্বকালেরত সেরা বিদেশি ক্রিস গেল।
তিনি মার্শের থেকেও চার কম, মাত্র ৪৮টি ইনিংসে দুই হাজার আইপিএল রানের গণ্ডি পার করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -