Sunrisers Hyderabad: ২০১৬ সালের সঙ্গে অভূতপূর্ব মিল! আট বছর পর ফের আইপিএল খেতাব জিতবে সানরাইজার্স হায়দরাবাদ?
চলতি আইপিএলের নিজেদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আট ম্যাচ জিতে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজেদের দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে সানরাইজার্স। নিজামের শহরের ফ্র্যাঞাইজির প্রথম খেতাবটি এসেছিল ২০১৬ সালে। এলিমিনেটর খেলা একমাত্র দল হিসাবে খেতাব জিতে গড়েছিল ইতিহাস। সেই মরশুমের সঙ্গে এবারের আইপিএল মরশুমের কিন্তু অভূতপূর্ব মিল রয়েছে।
এবারের আইপিএলে সানরাইজার্স, কেকেআর, আরসিবি এবং রাজস্থান রয়্যালস প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ঘটনাক্রমে,এবারের মতো ২০১৬ সালে সানরাইজার্সের পাশাপাশি আরসিবি এবং কেকেআরও প্লে-অফে পৌঁছছিল।
সেইবার সানরাইজার্সের অধিনায়ক ছিলেন একজন অস্ট্রেলিয়ান, ডেভিড ওয়ার্নার। এবার সানরাইজার্সের নেতা প্যাট কামিন্সও অস্ট্রেলিয়ান।
২০১৬ সালে সানরাইজার্সের ওপেনাররা দুইজনে বাঁ-হাতি ছিলেন। এ মরশুমের আইপিএলে ঝড় তোলা ট্র্যাভিষেক অর্থাৎ ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাও, দুইজনেই বাঁ-হাতি ব্যাটার।
২০১৬ সালে ওপেনার ডেভিড ওয়ার্নার সানরাইজার্সের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এ মরশুমে অজ়ি তারকা ট্র্যাভিস হেড ৪৮.৪৫ গড়ে ৫৩৩ রান করেছেন। তিনিই সানরাইজার্সের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন।
এবার সানরাইজার্স ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের তালিকায় একে। আট মরশুম আগেও তাঁরাই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছিল।
আট বছর আগে আইপিএলের প্লে-অফে মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মা, কারুর দলই কোয়ালিফাই করতে পারেনি। এবারও ঠিক এমনটাই হয়েছে।
১৪ ম্যাচে ১৫৫.৬০ স্ট্রাইক রেট এবং ৬৪.৩৬ গড়ে ৭০৮ রান করে আইপিএল ২০২৪ সালের অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট কোহলি। কাকতালীয় হলেও, ২০১৬ সালেও বিরাট কোহলিই সেই মরশুমের সর্বাধিক রানসংগ্রাহক ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -