IPL: আইপিএলে সবচেয়ে কম বয়সে শতরান হাঁকানোর রেকর্ড কার ঝুলিতে রয়েছে?
এ মরসুমের আইপিএলেই কেকেআরের বিরুদ্ধে শতরান করেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। শতরানের সময় তাঁর বয়স ছিল ২৪ বছর ৫১ দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কিলার মিলার' এক দশক আগে ২৩ বছর ৩৩০ দিনে পাঞ্জাব কিংসের হয়ে শতরান করেছিলেন। তাঁর শতরান এসেছিল আরসিবির বিরুদ্ধে।
অজিঙ্ক রাহানে ২৩ বছর ৩১৪ দিনে রাজস্থানের হয়ে ২০১২ সালে আরসিবির বিরুদ্ধে নিজের প্রথম শতরানটি করেছিলেন। তাঁর সংগ্রহ ছিল অপরাজিত ১০৩ রান।
আইপিএলের সর্বকালের অন্যতম সফল ব্যাটার ডেভিড ওয়ার্নার কেকেআরের বিরুদ্ধে দিল্লির হয়ে নিজের প্রথম শতরানটি হাঁকিয়েছিলেন ২০১০ সালে। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর ১৫৩ দিন।
বর্তমান মরসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তেমন সুযোগ না পেলেও কুইন্টন ডিককের আইপিএল রেকর্ড বেশ ঈর্ষণীয়। ২০১৬ সালে তিনি ২৩ বছর ১২২ দিন বয়সে দিল্লি ক্যাপিটালসের হয়ে আরসিবির বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন।
ডিককের মতো সঞ্জু স্য়ামসনও একদা দিল্লি দলের অঙ্গ ছিলেন। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ২০১৭ সালে ২২ বছর ১৫১ দিনে শতরান করেছিলেন।
স্যামসনের বর্তমান সতীর্থ তরুণ যশস্বী জয়সবাল এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই শতরান করেন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর ১২৩ দিন।
আরেক বর্তমান রাজস্থান তারকা দেবদূত পাডিক্কালও ২০ বছর ২৮৯ দিনে শতরান হাঁকিয়ে এই তালিকায় রয়েছেন। তিনি অবশ্য সেই সময় আরসিবির হয়ে খেলতেন।
ঋষভ পন্থের প্রতিভা সম্পর্কে নতুন করে কিছুই বলার থাকে না। তিনি ২০১৮ সালে ২০ বছর ২১৮ দিনে সানরাইজার্সের বিরুদ্ধে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন।
আজ থেকে ১৪ বছর আগে ১৯ বছর ২৫৩ দিন বয়সে মণীশ পাণ্ডে তরুণতম ব্যাটার হিসাবে আইপিএলে শতরান করেছিলেন। তাঁর রেকর্ড এখনও অব্যাহতচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -