IPL 2025: নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন এই তারকা ভারতীয় ক্রিকেটাররা
আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল। আরসিবি, রাজস্থান রয়্য়ালসের জার্সিতে দীর্ঘ সময় খেলেছেন। এবার নিলামের টেবিলে উঠবেন তিনিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে থাকলেও চাহালের লেগব্রেক কিন্তু বেশ কঠিন যে কোনও ব্যাটারদের কাছে। অনেক দলই তাঁকে নিতে ঝাঁপাতে পারে।
উইকেট কিপার ব্য়াটর ঈশান কিষাণ রয়েছেন তালিকায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ মরশুম পর্যন্ত আইপিএলে খেলেছেন তিনি।
আইপিএলে মুম্বইয়ের জার্সিতে ওপেনিংয়ে নেমে অনেক ম্য়াচ জেতানোর ইনিংস খেলেছেন ঈশান। বাঁহাতি ব্যাটার ওপেনে নেমে দ্রুতগতিতে পাওয়ার প্লে-তে রান তুলতে ওস্তাদ।
কে এল রাহুলকে অনেক টাকার প্রস্তাব দিয়েছিল লখনউ সুপারজায়ান্ট। কিন্তু শোনা যাচ্ছে যে তিনি আর থাকতে চাননি সেই ফ্র্যাঞ্চাইজিতে।
ভারতীয় দলের নিয়মিত সদস্য রাহুল। অভিজ্ঞতা রয়েছে। ক্যাপ্টেন্সিও করেছেন। ডানহাতি স্টাইলিশ ব্যাটার উইকেটের পেছনেও দক্ষ। তাঁকে পেতেও অনেক দল ঝাঁপাবে নিশ্চিতভাবেই।
ঋষভ পন্থ রয়েছেন তালিকায়। আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে। এবার নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা যাবে তাঁকে।
কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাকিরা সাফল্য না পেলেও পন্থ কিছু ব্যাটে রান পেয়েছেন। প্রশংসাও কুড়িয়েছেন নিলামে তাঁকে নিতে কারা দর বাড়ায় তা দেখার।
চোট আঘাত কেরিয়ারে বারবার আঘাত হেনেছে। গত নভেম্বরে বিশ্বকাপ ফাইনালের পর আর দেখা যায়নি তাঁকে। এই মুহূর্তে রিহ্যাবে আছেন
মহম্মদ শামির অভিজ্ঞতা কিন্তু যে কোনও দলের কাছে সম্পদ। গুজরাত টাইটান্স তাঁকে ছাড়লেও অন্য় অনেক দলই এই তারকা পেসারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -