Virat Kohli IPL Price: আইপিএলে দাম কমেছে কোহলির, আরসিবি ছেড়ে কি তবে এবার অন্য দলে?
আইপিএলের জন্মলগ্ন থেকে বিরাট কোহলি খেলে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ সালে প্রথম আইপিএলের ড্রাফটিংয়ে বিরাট কোহলিকে ১২ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন আরসিবি-র তৎকালীন মালিক বিজয় মাল্য।
যদিও বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে ব্যাটার হিসাবে যত সুনাম অর্জন করেছেন, বেড়েছে তাঁর দাম।
বিরাট কোহলিকে প্রত্যেকবারই নিলামের আগে চড়া দামে রিটেন করেছে আরসিবি।
যে ক্রিকেটার প্রথম আইপিলে পেয়েছিলেন মোটে ১২ লক্ষ টাকা, ২০১৪ সাল থেকে সেই কোহলিই বছরে সাড়ে ১২ কোটি টাকা করে পেতেন।
২০১৮ সালে এক লাফে সাড়ে চার কোটি টাকা দাম বাড়ে কোহলির। তাঁকে ১৭ কোটি টাকায় রিটেন করে আরসিবি।
টানা চার বছর ১৭ কোটি টাকা করে পেয়েছেন কোহলি। তবে ২০২২ সালে তাঁর দাম আচমকা কমে যায়।
এক ধাক্কায় ২ কোটি টাকা কমে যায় কোহলির মূল্য। ২০২২ সালের নিলামের আগে আরসিবি জানায়, ১৫ কোটি টাকায় কোহলিকে রিটেন করছে তারা।
২০২৫ সালের আইপিএলের আগে হবে মেগা নিলাম। সেখানে কোহলিকে কি আরও কম দামে রিটেন করার পথে হাঁটবে আরসিবি?
কেউ কেউ বলছেন, দাম কমায় কোহলির উচিত রিটেনশন প্রথায় না গিয়ে নিলামে ওঠা। তাহলে অন্য কোনও দল আরও চড়া দামে কিনতে পারবে তাঁকে। তবে কোহলি নিজে আরসিবি-র হয়েই আইপিএল খেলতে চান বলে সূত্রের খবর। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -