IPL Record: তালিকায় রয়েছেন রোহিত, কোহলি, আইপিএলের ইতিহাসে সর্বাধিক ক্যাচ ধরার কৃতিত্ব কার?
কথায় আছে ক্যাচ ফস্কানো মানে ম্যাচ ফস্কানো। টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কা ক্রিকেটের ক্ষেত্রে তো এই বিবৃতিটি আরও সত্য। অনেক সময়ই অসাধারণ ফিল্ডিং, এক দুরন্ত ক্যাচ ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলির মধ্যে বিশ্বের সেরা লিগ হিসাবে আইপিএলকে গণ্য করা হয়। এই টুর্নামেন্টে সর্বাধিক ক্যাচ ধরা পাঁচ তারকা কারা, দেখে নেওয়া যাক।
বর্তমান বিশ্বের সেরা ফিল্ডারদের নাম এলে রবীন্দ্র জাডেজার নাম উঠে আসাটা খুবই স্বাভাবিক। এই তালিকায় তাঁর উপস্থিতি কাউকেই অবাক করবে না।
ভারত তথা সিএসকের তারকা অলরাউন্ডার জাডেজা ২২৬টি আইপিএল ম্যাচ খেলে ৯৭টি ক্যাচ ধরেছেন।
রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রায়সই প্রশ্ন উঠে। তবে তিনি বিশ্বের সেরা ক্যাচারদের মধ্যে অন্যতম। ২৪৩টি আইপিএল ম্যাচে ৯৮টি ক্যাচ নিয়ে এই তালিকায় চার নম্বরে রয়েছেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল মাতানো আরেক তারকা এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি কায়রন পোলার্ড। আইপিএলের ইতিহাসে বাউন্ডারি লাইনে বিশেষ করে পোলার্ড অবিশ্বাস্য একাধিক ক্যাচ ধরেছেন। তাঁর ঝুলিতে ১৮৯টি ম্যাচ খেলে ১০৩টি ক্যাচ ধরার কৃতিত্ব রয়েছে।
পোলার্ডের ঠিক আগেই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। আরসিবি তারকা ২৩৭ ম্যাচে ১০৬টি ক্যাচ ধরেছেন। তিনি যে শুধু ব্যাট হাতে নন, ফিল্ডার হিসাবেও অনবদ্য, এই পরিসংখ্যানই তা প্রমাণ করে দেয়।
তালিকায় এক নম্বরে রয়েছেন 'মিস্টার আইপিএল' সুরেশ রায়না। নিজের ফিল্ডিংয়ের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা ছিল রায়নার দখলে। তিনিই আইপিএলে সর্বোচ্চ ১০৯টি ক্যাচ ধরেছেন। খেলেছেন ২০৫টি ম্যাচ।
অবশ্য রায়নার ছেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছেন কোহলি। তাঁর সামনে এ মরশুমের আইপিএলেই রায়নাকে পিছনে ফেলে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড নিজের নামে করে নেওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -