ISL 2022-23: এটিকে মোহনবাগানের কাছে হার, ১১ দলের টুর্নামেন্টে ১০ নম্বরে শেষ করল ইস্টবেঙ্গল
প্রথমার্ধ গোলশূন্য ছিল। ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকেরা হয়তো তখন আশা করেছিলেন যে, অবশেষে ডার্বিতে তাঁদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু দ্বিতীয়ার্ধে সেই স্বপ্নভঙ্গ হল। জোড়া গোলে ফের লাল-হলুদ শিবিরে আঁধার নামাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলে ডার্বির রং ফের সবুজ-মেরুন। ২-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান।
১১ দলের টুর্নামেন্টে ১০ নম্বরে শেষ করল ইস্টবেঙ্গল। ২০ ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৯।
অন্যদিকে ২০ ম্যাচে ৩৪ পয়েন্টে শেষ করল এটিকে মোহনবাগান। পয়েন্ট টেবিলে তিন নম্বরে শেষ করল সবুজ-মেরুন শিবির।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এটিকে মোহনবাগান। ৫২ মিনিটে অত্যন্ত সহজ সুযোগ নষ্ট করে সবুজ-মেরুন শিবির। আশিক কুরুনিয়ান বল পেয়ে লম্বা দৌড়ে পেত্রাতোসকে বল দেন। কিন্তু পেত্রাতোস লক্ষ্যভ্রষ্ট হন।
৬১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল এফসি। ভিপি সুহের দুরন্ত বল বাড়ান জেক জার্ভিসকে। জেক জার্ভিস শটও নিয়েছিলেন। তবে তেকাঠি ভেদ করতে পারেননি।
অবশেষে ৬৮ মিনিটে গোলখরা কাটে। স্লাভকোর গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। পেত্রাতোসের কর্নার মনবীর সিংহ ব্যাক হিল করে গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের শেষ লগ্নে দ্বিতীয় গোল এটিকে মোহনবাগানের। দুরন্ত গোল করেন পেত্রাতোস। ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।
শুরুটা আক্রমণাত্মক মেজাজে করে এটিকে মোহনবাগান (ATK MB)। কিক অফের ৫ মিনিটের মধ্যে লাল-হলুদের ডিফেন্স ভেঙে তারা বেশ কয়েকবার আক্রমণে উঠে চাপ তৈরি করে। তবে পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গলও (East Bengal FC)। দুই দলই পাল্লা দিয়ে লড়াই করেছে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে।
প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। যদিও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে জোড়া ধাক্কা দিল এটিকে মোহনবাগান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -