Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া সিরিজে নজর থাকবে এই পাঁচ তারকা বোলারের দিকে
এশিয়া কাপে চোটের জন্য মাঠে নামতে পারেননি যশপ্রীত বুমরা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই চোট সারিয়ে ফিরছেন ভারতের তারকা বোলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বুমরার ফর্ম এবং ফিটনেসের দিকে বিশেষ নজর থাকবে।
আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার জস হ্যাজেলউড। তাঁর দিকে নজর থাকাট খুবই স্বাভাবিক।
মিচেল স্টার্ক চোটের জেরে ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাই হ্যাজেলউডের কাঁধে কিন্তু বাড়তি দায়িত্বও থাকবে এই সিরিজে।
এশিয়া কাপে একেবারেই বল হাতে প্রভাবিত করতে পারেননি যুজবেন্দ্র চাহাল। তবে বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য চাহালের ফর্মে ফেরাটা খুবই জরুরি।
তাই সকলেই চাহালের বোলিংয়ের দিকে বাড়তি নজর রাখবেন।
অস্ট্রেলিয়ার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগর ছিলেন অ্যাডাম জাম্পা। ভারতের স্পিন সহায়ক পিচে তাই তাঁর দিকে নজর থাকবে।
বিশেষ নজর থাকবে কোহলি-জাম্পার লড়াইয়ের দিকেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থকে দুইবার আউট করে ফেলেছেন জাম্পা।
মহম্মদ শামির কাছে এই সিরিজটা নিজেকে প্রমাণ করার। নিজের সমালোচকদের জবাব দেওয়ার।
গত বছর বিশ্বকাপের মূল দলে থাকলেও, এ বছর শামিকে স্ট্যান্ডবাই হিসাবেই রেখেছেন ভারতীয় নির্বাচকরা। তাই এই ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়েই এই সিরিজে মাঠে নামবেন শামি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -