T20 World Cup: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক ১০ রান সংগ্রাহক কে কে?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। গত বছর দুবাইয়ে হয়েছিল এই টুর্নামেন্ট। সেখানে ৬ ম্য়াচ খেলে ৩০৩ রান করে সর্বাধিক রানের মালিক ছিলেন বাবর আজম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি ৭ ম্যাচ খেলে গত বছর ২৮৯ রান করেছিলেন। টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন ওয়ার্নার।
মহম্মদ রিজওয়ান তৃতীয় স্থানে। ৬ ম্যাচ খেলে গত বছরের টুর্নামেন্টে মোট ২৮১ রান করেছিলেন। অপরাজিত ৭৯ রান সর্বোচ্চ।
ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার জস বাটলার ৬ ম্যাচ খেলে ২৬৯ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ১০১।
শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা রয়েছে তালিকায় এর পরের স্থানে। ৬ ম্যাচ খেলে মোট ২৩১ রান করা আসালাঙ্কার সর্বোচ্চ ছিল অপরাজিত ৮০।
নামিবিয়ার জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা ডেভিড উইস গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ২২৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৬৬।
শ্রীলঙ্কার জার্সিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ২২১ রান করেছিলেন পাথুম নিসাঙ্কা। সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
কেন উইলিয়ামসন ৭টি ম্য়াচ খেলে মোট ২১৬ রান করেছিলেন গত বছর। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৫ রান করেছিলেন তিনি।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপ্টিল ৭ ম্যাচে ২০৮ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ ছিল ৯৩ রান।
তালিকায় ১০ নম্বরে রয়েছেন কিউয়ি অলরাউন্ডার ড্যারেল মিচেল। তিনিও ৭ ম্যাচে ২০৮ রান করেছিলেন। সর্বোচ্চ অপরাজিত ৭২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -