Nail Care Tips: পুজোর আগে নখের যত্ন নেওয়ার জন্য রইল সহজ কিছু টিপস
রোজ কিছু নিয়ম মেনে চললেই নখের সব সমস্যা দূর হবে। কিন্তু তার জন্য সঠিক ভাবে নখের যত্ন নেওয়া প্রয়োজন। নখের যত্ন নেওয়ার ক্ষেত্রে পরিচর্যায় কী কী করবেন, দেখে নিন একনজরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনখে জল লাগানোর পরিমাণ কমাতে হবে। যদিও সারাদিনের কাজে প্রচুর পরিমাণ জল নখে লেগেই যায়। তাই হাত ভেজা থাকলে কাজ হয়ে যাওয়ার পর নখ ভাল করে মুছে নেওয়া প্রয়োজন।
খে যত বেশি জল থাকে, তত নখ নরম হয় এবং ভঙ্গুর হয়ে যায়। তাই প্রয়োজনে জলে কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে পারেন।
নখ বড় রাখলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আর নখ বড় রাখলে তাতে জলও জমে থাকার সম্ভাবনা থাকে। তাই নখ ছোট করে কেটে রাখা প্রয়োজন।
নখ ছোট করে কেটে রাখলে কোনও ময়লা জমার সম্ভাবনাও থাকে না। ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম।
নখ আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার।
হাত এবং পায়ের নখ নিয়মিত ভাবে পরিষ্কার করা প্রয়োজন। লিকুইড সোপ বা শ্যাম্পু দিয়ে এবং সামান্য গরম জল দিয়ে নখ পরিষ্কার করতে পারেন।
পায়ের নখের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করুন নরম ব্রাশ। এই ব্রাশের সাহায্যেই নখের কোণের অংশগুলো ঘষে তা পরিষ্কার করা প্রয়োজন। মাঝে মাঝে পেডিকিওর করাও দরকার।
নখ পরিষ্কার না রাখলে নখে ময়লা জমে থাকলে তার থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সামান্য অসাবধানতার জন্য বড় সমস্যায় পড়তে পারেন আপনি।
হঠাৎ করেই বেড়ে যেতে পারে ইনফেকশন। তাই নিয়মিত ভাবে নখের যত্ন নেওয়া এবং নখ পরিষ্কার রাখা প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -