Leander Paes Birthday: ঝুলিতে গ্র্যান্ডস্লাম, অলিম্পিক্স পদক, জন্মদিনে একনজরে লিয়েন্ডার পেজের স্মরণীয় কেরিয়ার
আজ ভারতীয় টেনসের কিংবদন্তী লিয়েন্ডার পেজের জন্মদিন। ১৯৭৩ সালের ১৩ জুন তিনি জন্মগ্রহণ করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে সবাইকে চমকে দিয়েছিলেন লিয়েন্ডার। বিশ্বব্যাপী নিজের পরিচিতি তৈরি করেন।
২০০১ সালে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্ন পান লিয়েন্ডার।
লিয়েন্ডারের ঝুলিতে আছে আটটি ডাবলস এবং দশটি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব। ডেভিস কাপে সবচেয়ে বেশি খেতাব জিতেছেন তিনি।
লিয়েন্ডার পেজই ভারতের একমাত্র টেনিস প্লেয়ার যিনি ৭ বার অলিম্পিক্সের মত টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
নিজের দীর্ঘ কেরিয়ারে মোট ১৮টি গ্র্যান্ডস্লাম জিতেছেন লিয়েন্ডার। যা ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক।
ডাবলসে লিয়েন্ডারের সেরা পার্টনার মহেশ ভূপতি। ২ জনে মিলে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। ১৯৯৯ সালের ফরাসি ওপেন ও উইম্বলডন ও ২০০১ সালে ফরাসি ওপেন।
১৯৯০ সালে অর্জুন পুরস্কার পান লিয়েন্ডার। এরপর ২০০১ এ পদ্মশ্রী ও ২০১৪ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় লিয়েন্ডার পেজকে।
লিয়েন্ডারের বাবা ভেস পেজ ছিলেন প্রাক্তন হকি প্লেয়ার। মা জেনিফার পেজ ছিলেন নামকরা বাস্কেটবল খেলোয়াড়। ১৯৮০ সালে এশীয় বাস্কেটবলে ভারতীয় দলের নেতৃত্ব দেন তিনি।
দীর্ঘদিন ধরেই লিয়েন্ডার পেজ এবং বলি অভিনেত্রী কিম শর্মার প্রেমের গুঞ্জন রয়েছে। তবে দুজনের কেউই এতদিন পর্যন্ত তা প্রকাশ্যে স্বীকার করেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -