Messi Record: জাতীয় দলের হয়ে সপ্তম হ্যাটট্রিক, গোল সংখ্যায় পেলেকে পেরিয়ে গেলেন মেসি
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জ্বলে উঠলেন লিওনেল মেসি (Lionel Messi)। বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ভেঙে দিলেন কিংবদন্তি পেলের (Pele) রেকর্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিভিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্তিনা (Argentina)।
কয়েকদিন আগেই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে বিতর্ক ও অবমাননা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্তিনা ফুটবল দলকে।
তার ঠিক পরেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বলিভিয়ার ৩-০ গোলে চুরমার করল আর্জেন্তিনা।
কয়েকদিন আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে গোল করে বিশ্ব ফুটবলে সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যাঁকে মেসির প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। এদিন গোলের সংখ্যায় মেসিও নতুন কীর্তি গড়লেন।
বৃহস্পতিবার ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সঙ্গে সঙ্গে পেলের রেকর্ড ভেঙে দেন মেসি। গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির।
এতদিন কিংবদন্তি পেলেই (৭৭) লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে তিন গোল করার ফলে মেসির গোলসংখ্যা হল ৭৯।
বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে হাওয়ায় বাঁক খাওয়ানো শটে প্রথম গোল করেন মেসি।
এরপর ম্যাচের ৬৪ মিনিটে লউতারো মার্তিনেজের সঙ্গে ওয়াল পাস খেলে দ্বিতীয় গোল করেন মেসি।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দুই আগে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৩৪ বছর বয়সী মহাতারকা। জাতীয় দলের জার্সিতে মেসির সপ্তম হ্যাটট্রিক হল বৃহস্পতিবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -