MS Dhoni Turns 42: জাতীয় দলে সুযোগ না পেয়ে সিঙ্গারা-বালুসাই পার্টি দিয়েছিলেন, ধোনির জেদকে কুর্নিশ করেন বন্ধুরাও
৭ জুলাই। প্রত্যেক ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ দিন। কারণ, এদিন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন। ৪২ সম্পূর্ণ করলেন ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অথচ জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। বরং উত্তরোত্তর তা বেড়েই চলেছে।
এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে থাকেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও খেলে চলেছেন এমএসডি। হলুদ জার্সিতে তিনি এবারের আইপিএলেও দলকে চ্যাম্পিয়ন করেছেন।
বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।
ট্যুইটারে ৮৬ লক্ষ ফলোয়ার। অথচ ধোনি শেষ ট্যুইট করেছেন ২০২১ সালে। ইনস্টাগ্রামে ফলোয়ার ৪ কোটি ৩৮ লক্ষ। কিন্তু সচরাচর পোস্ট করেন না। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শেষ একটি ভিডিও পোস্ট করেছেন।
১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম ধোনির। বাবা পান সিংহ। মা দেবকী দেবী। দিদি জয়ন্তী গুপ্ত। ভাই নরেন্দ্র সিংহ ধোনি।
২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় ধোনির। ২০১৫ সালে কন্যাসন্তান জীভার জন্ম। জীভা ও সাক্ষীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল আগ্রহ। তবে ধোনি খেলা না থাকলে খুব একটা প্রকাশ্যে আসেন না।
২০১৬ সালে ধোনির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক, এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি। যেখানে ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
২০০০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে জায়গা পাননি ধোনি। তাঁর নাম নিয়ে আলোচনাই হয়নি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার পরেও। মানসিকভাবে আহত ধোনি সেদিন নতুন সংকল্প নেন, আরও রান করতে হবে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে সিঙ্গারা ও বালুসাই কিনে বন্ধুদের পার্টি দেন ধোনি। তাঁর সংকল্পকে কুর্নিশ করেছিল বন্ধুরাও। পিটিআই ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -