Satwiksairaj Rankireddy-Chirag Shetty: ইন্দোনেশিয়ান ওপেন জিতেছেন, একনজরে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটির সাফল্যের খতিয়ান
ইন্দোনেশিয়ায় ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইতিহাস রচনা করলেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতীয় তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে (Indonesia Open 2023) সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন।
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ১৯৬৫ সালের পর ভারতের দ্বিতীয় পদক। পুরুষদের ডাবলস ক্যাটাগরিতে এটি ভারতের প্রথম পদক।
ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সর্বোচ্চ ক্রমতালিকায় রয়েছেন এই জুটি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তাঁরা।
গত বছর কমনওয়েলথ গেমসে ইংল্য়ান্ডের শিন ভেন্ডি ও বেন লেন জুটিকে হারিয়ে সোনা জিতেছিলেন এই ভারতী ব্যাডমিন্টন তারকা জুটি।
গত বছর ইন্ডিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারতীয় জুটি।
২০১৮ সাল থেকে ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট শুরু হয়েছে। ইন্দোনেশিয়া ওপেন জয়ের সঙ্গে সঙ্গে সাত্ত্বিক-চিরাগই প্রথম ভারতীয় জুটি হিসাবে কোনও ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট জিতলেন।
এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -