Mamata Banerjee: মহমেডানের নতুন টেন্ট, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একজন ক্রীড়াপ্রেমীও। বিশেষ করে ফুটবলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসার কথা প্রায় সবারই জানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার মহমেডান ক্লাবের তাঁবু উদ্বোধনে এসে সেই ক্লাবের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মহমেডানের গ্যালারি সংস্কারের জন্য ৬০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ইস্টবেঙ্গল-মোহনবাগান আইএসএল খেলছে। মহমেডান কেন পারবে না? সমর্থকদের টাকাতেও আইএসএল খেলা যায়। আমি নিজেও কন্ট্রিবিউট করি। এত সমর্থক, ১ টাকা করে চাঁদা দিলেই হয়ে যাবে।’’
যুব ফুটবলারদের অনলাইন ক্লাস করার জন্য যুব কল্যাণ দফতরকে একটি করে কম্পিউটার দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
গ্যালারিতে থাকা মহমেডান সমর্থকদের উদ্দেশে ফুটবল ছুড়ে দেন মুখ্যমন্ত্রী
এদিন ভাস্কর গঙ্গোপাধ্যায় ও আসলাম পারভেজকে শান-ই-মহমেডান পুরস্কার ভূষিত করা হয়।
নিজের ফেসবুকে মহমেডান ক্লাবে আজকের কর্মসূচির কয়েকটি ছবি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''বাংলার প্রাণের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল।’’
“এই খেলা আমাদের সবার কাছে আবেগের ও অকৃত্রিম ভালবাসার। আজ সেইরকম একটি প্রাচীন দল মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত।’’ ফেসবুকে পোস্ট মমতার।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। পাশাপাশি, মহামেডান স্পোর্টিং ক্লাবের গ্যালারি এবং ফুটবল স্টেডিয়ামের মানোন্নয়নের জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দ করলাম।’’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -