Wahab Riaz: আগুনে গতি আর বাউন্সার বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়েছিলেন অস্ট্রেলিয়া শিবিরে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ় (Wahab Riaz)। বুধবার সোশ্যাল মিডিয়ায় ওয়াহাব নিজের সিদ্ধান্তের কথা জানান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। তবে গত দু বছরে কোনও আঅন্তর্জাতিক ম্যাচ খেলেননি ৩৮ বছরের পেসার।
২০২০ সালে শেষবার সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।
আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াজ়কে যে আর দেখা যাবে না, তা একরকম বোঝাই গিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু হল বুধবার।
একটি বিবৃতিতে রিয়াজ় লিখেছেন, 'গত দু বছর ধরেই অবসর নিয়ে কথা বলছিলাম। ২০২৩ সালে বিদায় জানাব ঠিকই করে রেখেছিলাম। আমি এটা ভেবে খুব স্বস্তি পাচ্ছি যে, দেশের হয়ে নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে ভীষণ সম্মানের।'
পাকিস্তানের জার্সিতে ২৭টি টেস্টে ৮৩ উইকেট নিয়েছেন রিয়াজ়। ৯১টি ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ১২১টি উইকেট। ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৪টি উইকেটও নিয়েছেন রিয়াজ়।
২০০৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ান ডে-তে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ওয়াহাবের। ২০২০ সালের ডিসেম্বরে নিউজ়িল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচই পাকিস্তানের জার্সিতে তাঁর শেষ ম্যাচ।
এখনও অনেকের চোখে ভাসে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল। শেন ওয়াটসনকে কার্যত কোণঠাসা করে দিয়েছিলেন।
২০১৫ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২১৩ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। সকলে ধরেই নিয়েছিলেন যে, সহজেই ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল। কিন্তু অবিশ্বাস্য স্পেল করেছিলেন রিয়াজ়। ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্কের উইকেট তুলে নিয়েছিলেন। সেই সঙ্গে টানা বাউন্সার আর আগুনে গতিতে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন ওয়াটসনকে। ছবি - মহম্মদ রিয়াজ়ের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -