Year ender 2024: মনু ভাকের থেকে ইয়ামাল, ২০২৪ সালেই নজর কেড়েছেন এই তরুণ তুর্কিরা
Manu Bhaker: প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্যারিসে ইতিহাস গড়েন মনু ভাকের।
অলিম্পিক্সে অনন্য কৃতিত্ব গড়েন মনু (ছবি: পিটিআই)
1/10
এই বছরে সম্ভবত ভারতের সফলতম ক্রীড়াবিদ মনু ভাকের। এর আগে কেউ কোনদিন যা করে দেখাননি, ঠিক সেটাই করে দেখান মনু। তাও আবার প্যারিস অলিম্পিক্সে।
2/10
মহিলাদের ১০ মিটার ও মিক্সড দলের ১০ মিটার এয়ার পিস্তলে জোড়া পদক আসে তাঁর ঝুলিতে। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেন মনু।
3/10
তরুণ জুড বেলিংহ্যাম প্রমাণ করে দেন, কেন তাঁকে দলে পেতে তাঁর পিছনে এতগুলি দল ছিল।
4/10
রিয়াল মাদ্রিদের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরশুমে বেলিংহ্যামের গোল, তাঁর পারফরম্যান্স ছিল অনবদ্য।
5/10
টেনিসের ক্ষেত্রে বছরটা ছিল কার্লোস আলকারাজ়ের। সম্ভবত এটাই তাঁর প্রতিভা থেকে সেরা হয়ে ওঠার পথে প্রথম ধাপ ছিল।
6/10
এই বছরেই স্প্যানিয়ার্ড উইম্বলডন ও ফরাসি ওপেন তো জেতেনই, পাশাপাশি অলিম্পিক্সের সিঙ্গলসের ফাইনালেও ওঠেন।
7/10
তবে যে তরুণের কথা না বললেই নয়, সে লামিন ইয়ামাল। এখনও প্রাপ্তবয়স্ক হননি। তবে ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের সেরাদের মধ্যে গণ্য করা হচ্ছে তাঁকে।
8/10
স্পেনের হয়ে ইউরোজয়ী দলের প্রধান আকর্ষণ ছিল ইয়ামালের চোখধাঁধানো ফুটবল। এই টুর্নামেন্টে তিনি কত রেকর্ডই যে ভেঙেছেন, গড়েছেন,তাঁর ইয়ত্তা নেই। বছরের সেরা তরুণ প্রতিভার ট্রফিও জিতেছেন তিনি।
9/10
গত বছর আন্তর্জাতিক অভিষেক ঘটানো যশস্বী জয়সওয়াল এই বছরে নতুন উচ্চতায় পৌঁছন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলে।
10/10
ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে পাঁচ ম্যাচে পরপর দুই ডাবল সেঞ্চুরি মিলিয়ে মোট ৭১২ রান করেন যশস্বী। অজ়িভূমেও তিনি হাঁকিয়েছেন শতরান।
Published at : 20 Dec 2024 03:41 PM (IST)