Year ender 2024: মনু ভাকের থেকে ইয়ামাল, ২০২৪ সালেই নজর কেড়েছেন এই তরুণ তুর্কিরা
এই বছরে সম্ভবত ভারতের সফলতম ক্রীড়াবিদ মনু ভাকের। এর আগে কেউ কোনদিন যা করে দেখাননি, ঠিক সেটাই করে দেখান মনু। তাও আবার প্যারিস অলিম্পিক্সে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের ১০ মিটার ও মিক্সড দলের ১০ মিটার এয়ার পিস্তলে জোড়া পদক আসে তাঁর ঝুলিতে। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেন মনু।
তরুণ জুড বেলিংহ্যাম প্রমাণ করে দেন, কেন তাঁকে দলে পেতে তাঁর পিছনে এতগুলি দল ছিল।
রিয়াল মাদ্রিদের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরশুমে বেলিংহ্যামের গোল, তাঁর পারফরম্যান্স ছিল অনবদ্য।
টেনিসের ক্ষেত্রে বছরটা ছিল কার্লোস আলকারাজ়ের। সম্ভবত এটাই তাঁর প্রতিভা থেকে সেরা হয়ে ওঠার পথে প্রথম ধাপ ছিল।
এই বছরেই স্প্যানিয়ার্ড উইম্বলডন ও ফরাসি ওপেন তো জেতেনই, পাশাপাশি অলিম্পিক্সের সিঙ্গলসের ফাইনালেও ওঠেন।
তবে যে তরুণের কথা না বললেই নয়, সে লামিন ইয়ামাল। এখনও প্রাপ্তবয়স্ক হননি। তবে ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের সেরাদের মধ্যে গণ্য করা হচ্ছে তাঁকে।
স্পেনের হয়ে ইউরোজয়ী দলের প্রধান আকর্ষণ ছিল ইয়ামালের চোখধাঁধানো ফুটবল। এই টুর্নামেন্টে তিনি কত রেকর্ডই যে ভেঙেছেন, গড়েছেন,তাঁর ইয়ত্তা নেই। বছরের সেরা তরুণ প্রতিভার ট্রফিও জিতেছেন তিনি।
গত বছর আন্তর্জাতিক অভিষেক ঘটানো যশস্বী জয়সওয়াল এই বছরে নতুন উচ্চতায় পৌঁছন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলে।
ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে পাঁচ ম্যাচে পরপর দুই ডাবল সেঞ্চুরি মিলিয়ে মোট ৭১২ রান করেন যশস্বী। অজ়িভূমেও তিনি হাঁকিয়েছেন শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -