Rohan Bopanna Wife: বিশ্বসেরা বোপান্নার জীবনের 'এক্স ফ্যাক্টর', পেশায় মনোবিদ, কে এই সুন্দরী সুপ্রিয়া?
সম্প্রতি পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনে অজি জুটি ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে খেতাব জিতেছেন রোহন বোপান্না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার দেখে নিন ভারতের এই টেনিস তারকার ঘরণীকে। রোহনের সুন্দরী স্ত্রীর নাম সুপ্রিয়া আন্নাইয়াহ।
রড লেভার এরিনায় বারবার ক্যামেরা তাক করছিল সুপ্রিয়ার দিকে। সৌন্দর্য্যে যে কোনও বলি অভিনেত্রীকে হার মানাবেন এই তরুণী।
রোহনের স্ত্রী সুপ্রিয়ার আরও একটা বড় পরিচয় তিনি নিজে একজন নামকড়া মনোবিদ। মিডিয়াতেও বেশ নাম রয়েছে সুপ্রিয়ার।
২০১২ সালে একটি ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন রোহন-সুপ্রিয়া।
তারকা দম্পতির একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। তার নাম ত্রিধা বোপান্না।
রোহন বোপান্না টেনিস ডেভলভমেন্স ফাউন্ডেশনের সঙ্গেও জড়িয়ে সুপ্রিয়া। তিনি এই ফাউন্ডেশনের ডিরেক্টরও।
২০১৯ সালে কেরিয়ারের বাজে সময় যখন অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সুপ্রিয়াই অনুপ্রেরণা জোগান বোপান্নাকে। আজ তিনি বিশ্বের এক নম্বর।
রোহনের বিভিন্ন ম্য়াচে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুপ্রিয়াকে। অস্ট্রেলিয়ান ওপেনের ম্য়াচেও সুপ্রিয়াকে দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছিলেন, ''কোর্টের সবচেয়ে সুন্দরী মহিলা''।
অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের পরজয়ের ভলি মেরে কোর্টে শুয়ে পড়েছিলেন রোহন। খেলা শেষে সুপ্রিয়া-ত্রিধার সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তোলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -