সচিনের পর এই প্রথম, আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর পূর্ণ মিতালি রাজের
২২ বছর একটানা আন্তর্জাতিক ক্রিকেট। সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় কোনও ব্যক্তি হিসেবে যে অনন্য কীর্তি গড়লেন মিতালি রাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচিন তেন্ডুলকারের নজির একটানা ২২ বছর ৯১ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা। যে রেকর্ড ছুঁতে এগোচ্ছেন মিতালি।
১৯৯৯ সালের ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মিলটন কেইনেসে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মিতালি রাজের।
মাত্র ১৬ বছর বয়সে ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন মিতালি। তারপর থেকে একটানা এখনও গর্বের সঙ্গে যা বহন করছেন মিতালি।
২২ বছরের সুদীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ক্রিকেটে ৭ হাজারের বেশি রান করেছেন মিতালি রাজ।
৭টি শতরান ও ৫৫টি অর্ধশতরানের সুবাদে এই মুহূর্তে ২১৪টি ওম্যান্স ওডিআই ক্রিকেট ম্যাচে মোট ৭ হাজার ৯৮ রান করেছেন তিনি।
প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৬ হাজারের বেশি ওডিআই রান করার পাশাপাশি টি২০তে ২৩৬৪ রান রয়েছে তাঁর ঝুলিতে।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ওম্যান্স ওডিআইয়ের প্রথমটিতে নামছে ভারত। যার প্রাক্কালে আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে শুভেচ্ছাবার্তায় ভাসলেন মিতালি।
১৬ বছর বয়সে ভারতের জার্সির গুরুত্ব-ভার, বুঝতে পারিনি, সেটা সময়ের সঙ্গে এসেছে। তবে তখনের মতোই এখনও মাঠে নামাটা প্রত্যেকবার উপভোগ করি। জানিয়েছেন মিতালি।
অভিষেক ম্যাচে ১১৪ রানের ঝকঝকে শতরানে ভারতকে জিতিয়েছিলেন। তারপর ২২ বছর সময় পেরিয়ে গেলেও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে এখনও দেশকে এগিয়ে নিয়ে চলেছেন মিতালি রাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -