Asia Cup Recrd: শীর্ষে হিটম্যান, এশিয়া কাপে সর্বাধিক ছক্কা হাঁকানোয় ভারতীয়দের মধ্যে প্রথম দশে কে কে?
এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ২০০৮-২০১৮ পর্যন্ত ২৬টি ইনিংসে মোট ২১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন বাঁহাতি ব্যাটার সুরেশ রায়না। ২০০৮-২০১৬ পর্যন্ত ১৬টি ইনিংসে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
মহেন্দ্র সিংহ ধোনি ২০০৮-২০১৮ পর্যন্ত ২০টি ইনিংসে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি তালিকায় তৃতীয় স্থানে।
১৯৯৭-২০০৪ পর্যন্ত মোট ১২টি ইনিংস এশিয়া কাপে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিন্স অফ ক্যালকাটার ঝুলিতে রয়েছে ১৩টি ছক্কা ।
নজফগড়ের নবাব বীরন্দ্র সহবাগও রয়েছেন তালিকায়। তিনি ২০০৪-২০১০ পর্যন্ত ১৩ইনিংসে মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন।
বাঁহাতি অলরাউন্ডার যুবরাজ সিংহ ২০০৪-২০১৬ পর্যন্ত এশিয়া কাপের আসরে ১৪ ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছেন।
প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ১৯৮৮-২০০০ পর্যন্ত এশিয়া কাপে ১৩টি ইনিংস খেলে মোট ৯টি ছক্কা হাঁকিয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের গব্বর নামে পরিচিত শিখর ধবন ২০১৪-২০১৮ পর্যন্ত এশিয়া কাপে ১৩টি ম্যাচ খেলে মোট ৯টি ছক্কা হাঁকিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১৯৯০-২০১২ পর্যন্ত খেলেছেন এশিয়া কাপ। তিনি ২১ ইনিংসে মোট ৮টি ছক্কা হাঁকিয়েছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডুও এই তালিকায় রয়ছেন। ১০ নম্বরে রয়েছেন তিনি। ২০১৪-২০১৮ পর্যন্ত এশিয়া কাপে ৯ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছেন রায়ডু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -