Wimbledon: উইম্বলডনের ফাইনালে হারালেন কিরিয়সকে, ২১ তম গ্র্যান্ডস্লাম জয় জকোভিচের
আবার উইম্বলডনে চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ছিলেন। সম্ভাবনাই সত্যি করে সপ্তমবার উইম্বলডনে খেতাব জিতলেন নোভাক। (সব ছবি সৌজন্যে উইম্বলডন ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। এই বছর এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম ছিল।
চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স-কে পরাস্ত করলেন জোকার। প্রথম সেট হেরেও পরের তিন সেটে টানা জয় ছিনিয়ে নিলেন তিনি।
সেমিফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার কথা ছিল কিরিয়সের। কিন্তু নাদাল চোটের জন্য সরে দাঁড়ানোয় কিরিয়স সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন।
ফাইনালে কিরিয়সকে হারানোর পথে জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। শেষ সেট টাইব্রেকারে গিয়েছিল।
রজার ফেডেরারকে টেক্কা দিলেন জোকার। ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্লাম রয়েছে। এবার জোকারের সামনে শুধু নাদাল (২২)।
অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিয়সের এটাই প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল। দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত জকোভিচের নিঁখুত টেকনিক ও অভিজ্ঞতার সামনে হারতে হল কিরিয়সকে।
অল ইংল্যান্ড কোর্টে নজির গড়লেন নোভাক। টানা চারবার উইম্বলডনে খেতাব ঘরে তুললেন তিনি। এছাড়াও সর্বাধিক ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন সার্বিয়ান তারকা।
বিশ্বের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে ২ টো আলাদা গ্র্যান্ডস্লামে সাত বা তার বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন।
তবে জয়ের পরেও নিজের প্রতিদ্বন্দ্বীকে দরাজ সার্টিফিকেট দিতে ভোলেননি জোকার। তিনি বলেন, তুমি প্রমাণ করেছ যে তুমি এই সার্ফেসের যোগ্য। তোমাকে শুভেচ্ছা জানাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -