WTC : বাংলাদেশের কাছে হার, টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সাতে নামল নিউজিল্যান্ড, ভারত কত নম্বরে?
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ১৭ ম্যাচ পর ঘরের মাঠে টেস্টে হারের মুখ দেখতে হল ব্ল্যাক ক্যাপসদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবে ওভালে হেরে সিরিজে ১-০ পিছিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে যেতে হল তাদের। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল বাংলাদেশ।
WTC 2023-র দ্বিতীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই দুটি ম্যাচে হেরে গিয়েছে তারা। ড্র করেছে একটি ম্যাচ। এখনও পর্যন্ত এবার জয় অধরা রয়েছে তাদের। নিউজিল্যান্ডের মোট পয়েন্ট ৪। শতকরা হার ১১.১১ শতাংশ।
অন্যদিকে, বাংলাদেশ দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজ খেলছে। এখনও পর্যন্ত তাদের পয়েন্ট ১২। বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে। একটিতে জিতেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ।
ভারত রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। টিম ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সিরিজ খেলছে। চার ম্যাচ জিতেছে ভারত। হেরেছে একটিতে। ২ ম্যাচ ড্র। টিম ইন্ডিয়ার পয়েন্টের শতকরা হার ৬৩.০৯ শতাংশ।
পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অস্ট্রেলিয়া। অ্যাসেজের তিন ম্যাচ জয়ের পর তাদের পয়েন্টের হার ১০০ শতাংশ।অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম সিরিজ খেলছে।
দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ২৪ এবং শতকরা হার ১০০ শতাংশ।
৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। তাদের হার ৭৫ শতাংশ। তারা দুটি সিরিজ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে। হেরেছে একটিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -