IND vs NZ: ভাঙল সৌরভ-যুবরাজের কীর্তি, ওয়াংখেড়েতে রেকর্ডের ছড়াছড়ি
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে রানের পাহাড় গড়ল ভারত। আর সেই সঙ্গে রেকর্ডের প্লাবন দেখল বাণিজ্যনগরী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেঞ্চুরি করার পথে শ্রেয়স আইয়ার মারলেন ৮টি ছক্কা। বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটারের এক ইনিংসে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির এটাই। শ্রেয়স ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংহের রেকর্ড। ১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ করার পথে ৭টি ছক্কা মেরেছিলেন সৌরভ। ২০০৭ সালে বারমুডার বিরুদ্ধে যুবরাজও মেরেছিলেন ৭ ছক্কা।
সব মিলিয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৯টি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। ২০০৭ সালের বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে ১৮টি ছক্কা মেরেছিল ভারত। সেটাই ছিল এতদিন ভারতের রেকর্ড।
৩৯৭/৪। বিশ্বকাপে এটা ভারতের তৃতীয় বৃহত্তম স্কোর। বারমুডার বিরুদ্ধে ২০০৭ বিশ্বকাপে ৪১৩/৫ তুলেছিল ভারত। সেটাই সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে এই বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে করা ৪১০/৪।
বিশ্বকাপের নক আউট পর্বে এটাই কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নিউজ়িল্যান্ডেরই রেকর্ড ভেঙে দিল ভারত।
২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩৯৩/৬ তুলেছিল নিউজ়িল্যান্ড। সেটাই এতদিন ছিল বিশ্বকাপের নক আউট পর্বে সর্বোচ্চ দলগত স্কোর।
বুধবার মোট ১৯টি ছক্কা হয়েছে ভারতীয় ইনিংসে। বিশ্বকাপের নক আউট পর্বে এটাই কোনও দলের মারা সর্বোচ্চ সংখ্যক ওভার বাউন্ডারি।
২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা ১৬টি ছক্কা মেরেছিলেন। সেটাই এতদিন ছিল নক আউট পর্বে কোনও দলের সম্মিলিতভাবে মারা সবচেয়ে বেশি ছক্কা।
বিশ্বকাপের নক আউট পর্বে এই নিয়ে চতুর্থবার কোনও দলের তিন ব্যাটার পঞ্চাশ বা তার বেশি রান করল। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিনজন ব্যাটার পঞ্চাশ বা তার বেশি স্কোর তুলেছিলেন।
শ্রেয়স ৬৭ বলে সেঞ্চুরি করলেন। যা বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম। চলতি বিশ্বকাপে ৬২ বলে সেঞ্চুরি রয়েছে কে এল রাহুলের। সেটাই দ্রুততম। চলতি বিশ্বকাপেই ৬৩ বলে সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -