Ind vs SA: ইডেনে রবিবার মহারণ, রোহিতের টিম ইন্ডিয়া, নাকি দক্ষিণ আফ্রিকা, শেষ হাসি কার?
রবিবার এক ভারত-দক্ষিণ আফ্রিকায় (IND vs SA) রক্ষে নেই, তায় বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইডেন গার্ডেন্সে আগাম দীপাবলির মঞ্চ যেন। সিএবি কর্তারাও ভেবে ফেলেছিলেন, বিরাট-বরণ করা হবে জমকালোভাবে।
অর্ডার দেওয়া হয়ে গিয়েছে কোহলির ছবি দেওয়া কেক। বিশেষ উপহারও দেওয়া হবে কিংগ কোহলিকে। সঙ্গে আতসবাজির প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, আলোর প্রদর্শনী - পরিকল্পনা ছিল বিস্তর।
কিন্তু বিরাট উৎসবে বাদ সেধেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি চায় না যে, একজনকে নিয়ে এত মাতামাতি হোক। শোনা গেল, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের তরফেও সিএবি-কে সাফ বলে দেওয়া হয়েছে যে, কেক কাটা বা বিরাটকে ঘিরে এরকম কোনও অনুষ্ঠানের সম্প্রচার করা যাবে না। আতসবাজির প্রদর্শনী হবে কি না, তাও নিশ্চিত নয়।
শোনা গেল, বিরাটের জন্য যে স্পেশ্য়াল কেক অর্ডার দিয়েছে সিএবি, তা ভারতীয় দলের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে। ক্রিকেটারেরা হয়তো সেটা ভেতরেই কাটবেন। উপহারও পাঠিয়ে দেওয়া হবে ড্রেসিংরুমে।
রবিবার ইডেন গার্ডেন্সে থাকার কথা অনুষ্কার। যা জানাজানি হতেই জনতা প্রার্থনা শুরু করে দিয়েছে, যেন ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করার মাহেন্দ্রক্ষণ ঘটে যায় ইডেনেই। তারপর সেই দৃশ্য। অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন কোহলি। আর হাততালি দিতে দিতে আনন্দে ভেসে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী।
টানা ৭ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মাদের ঝুলিতে ১৪ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৬টি জয়। পয়েন্ট ১২।
শনিবার বেলা বারোটা নাগাদ ইডেন গার্ডেন্সে ঢোকার সময়ই দেখা গিয়েছিল অভূতপূর্ব দৃশ্য। ম্যাচের টিকিট নিঃশেষ। তাও মাঠের বাইরে টিকিটের প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছেন কয়েকশো মানুষ!
সেই সঙ্গে বিকোচ্ছে ভারতীয় দলের জার্সি, পতাকা। যা সাধারণত দেখা যায় ম্য়াচের দিন। কিন্তু ম্যাচের আগের দিন এরকম জনপ্লাবন, উন্মাদনার এমন বিস্ফোরণ।
টানা সাত ম্যাচ জিতে আসা ভারতীয় দলের জন্য় শহরে ক্রিকেট জ্বর এভাবেই চড়ে গিয়েছে তুঙ্গে।
রবিবার শেষ হাসি তোলা রয়েছে কাদের জন্য? ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -