World Cup Most Sixes: ম্যাক্সওয়েলের সিংহাসন কেড়ে নিলেন রোহিত, বিশ্বকাপে ছক্কার রোশনাই
রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। তিনি মেরেছেন জোড়া ছক্কা। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে গ্লেন ম্যাক্সওয়েলকে ছাপিয়ে গেলেন রোহিত। বিশ্বকাপে ৯ ম্যাচে মোট ২৪টি ছক্কা মারা হয়ে গেল হিটম্যানের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে ২২টি ছক্কা মেরেছেন ম্যাড ম্যাক্স।
তালিকায় তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক। ৯ ম্যাচে ২১টি ছক্কা মেরেছেন প্রোটিয়া ওপেনার।
অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের শেষ চারে তোলার নেপথ্যে অন্যতম নায়ক মিচেল মার্শ। ৮ ম্যাচে ২০টি ছক্কা মেরে তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ২০টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। হতাশার মধ্যে সান্ত্বনা বলতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে রয়েছেন পাক ওপেনার ফখর জামান। মাত্র ৪ ম্যাচে ১৮টি ছক্কা মেরেছেন তিনি।
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ছয় মারার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও। তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপের সেরা আকর্ষণ মনে করা হচ্ছে নিউজ়িল্য়ান্ডের রাচিন রবীন্দ্রকে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ৯ ম্যাচে ১৭টি ছক্কা মেরে তালিকায় আট নম্বরে রয়েছেন তিনি।
তালিকায় নয় নম্বরে নিউজ়িল্যান্ডেরই ডারিল মিচেল। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি।
শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দশ নম্বরে জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস। ৯ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -