Yusra Mardini: প্রাণে বাঁচতে ১৭ বছর বয়সে সাঁতরে সমুদ্র পার! পদক না পেলেও জীবনযুদ্ধে জয়ী সিরিয়ার সুন্দরী
শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্সের বিভিন্ন বিভাগের প্রতিদ্বন্দ্বিতা। অলিম্পিক্সে উদ্বাস্তু অ্যাথলিটদের জন্যও থাকছে প্রতিভা মেলে ধরার বিশেষ সুযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিয়ার উদ্বাস্তু ইয়ুসরা মারদিনিকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। যিনি যুদ্ধের আঁচ থেকে বাঁচতে মাত্র ১৭ বছর বয়সে সাঁতরে সমুদ্র পেরিয়েছিলেন।
২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে দেশ ছেড়়েছিলেন মারদিনি। তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর।
বোনের সঙ্গে সিরিয়া থেকে বিমানপথে লেবানন গিয়েছিলেন মারদিনি। সেখান থেকে তুরস্ক। তারপর গ্রিস-গামী নৌকায় ওঠেন।
নৌকায় করে গ্রিসে পৌঁছতে সময় লাগার কথা ছিল ৪৫ মিনিট। কিন্তু ঠাসাঠাসি ভিড়ে বিকল হয়ে যায় নৌকা।
মারদিনি তাঁর বোনকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। সাঁতার কেটে নৌকা ঠেলে নিয়ে যান তাঁরা। ৩ ঘণ্টায় পৌঁছন পাড়ে।
মারদিনি জানিয়েছেন, সেই পুরো সময়টা সমবেত কণ্ঠে প্রার্থনা করে কাটিয়েছিলেন তাঁরা।
শেষ পর্যন্ত পায়ে হেঁটে ও বাসে চেপে গন্তব্য জার্মানিতে পৌঁছন মারদিনি। এমনকী, চোরাচালানকারীদের সহায়তাও নিতে হয়েছিল।
২০১৬ সালে টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন সিরিয়ার সাঁতারু। প্রথম রেফিউজি প্রতিনিধি হিসাবে।
পদক না পেলেও তাঁর জীবন সংগ্রাম তাঁকে মানুষের মনে জায়গা করে দিয়েছে। ছবি - মারদিনির ফেসবুক থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -