Tokyo Olympics 2020: ২৩ তারিখ থেকে শুরু অলিম্পিক গেমস, টোকিও পৌঁছল ৮৮ জনের ভারতীয় দল
জাপানের রাজধানী টোকিওয় আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমসের আসর। অলিম্পিক্সে অংশগ্রহণ করার জন্য় রবিবার (জাপানের সময়) টোকিও পৌঁছয় ভারতীয় প্রতিনিধি দলের প্রথম ব্যাচ। এই দলে মোট ৯০ ক্রীড়াবিদ রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে ১১৯ ক্রীড়াবিদকে। ভারত আগেই জানিয়ে দিয়েছিল, এবারের অলিম্পিক্স আসরে দেশ থেকে মোট ২২৮ জনের সদস্য জাপান যাবে।
অলিম্পিক গেমসের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় দল। এর আগে, রিও অলিম্পিক্সে ১১৮ জন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এবার এমন অনেক ইভেন্ট রয়েছে, যেখানে ভারত প্রথমবার অংশগ্রহণ করবে।
এবার মেরি কম, বিনেশ ফোগত, বজরঙ্গ পুনিয়া, দীপিকা কুমার, পিভি সিন্ধুর থেকে স্বর্ণ পদকের আশা করছে দেশ।
টোকিও অলিম্পিক্সে ভারতের মোট সদস্য সংখ্যা ২২৮। ১১৯ জন ক্রীড়াবিদ। এর মধ্যে ৬৭ পুরুষ ও ৫২ মহিলা ক্রীড়াবিদ রয়েছেন। ভারত ৮৫টি পদকের জন্য প্রতিযোগিতায় অংশ নেবে।
করোনা আবহে অলিম্পিক্সে অংশগ্রহণ করা ভারতীয় ক্রীড়াবিদদের কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইভেন্ট শেষ হওয়া মাত্রই মাস্ক পরে থাকতে হবে সকলকে। এবারে পদকজয়ীরা নিজেরাই নিজেদের গলায় মেডেল পরে নেবেন। এমন নির্দেশিকা জারি হয়েছে।
বক্সিংয়ে বিগত কয়েক বছরে ভারত প্রভূত উন্নতি করেছে। এবারের অলিম্পিক্সে এই ইভেন্টে সোনা আশা করা যেতেই পারে।
ভারতের হয়ে সাঁতার ইভেন্টে অংশ নেবেন সজন প্রকাশ। তিনি ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের জন্য কোয়ালিফাই করেছেন।
করোনা আবহের জন্য এবার ক্রীড়াবিদদের প্রস্তুতিপর্বও ছিল অন্যরকম। তবে, ভারতীয় ক্রীড়াবিদদের মনোবল অটূট এবং তাঁরা সকলে পদকের জন্যই ঝাঁপাবেন।
বিগত কয়েকদিনে জাপানে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণ দেখা দিয়েছে। যে কারণে, এবার অলিম্পিক্সের আসরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই প্রথমবার দর্শকহীন স্টেডিয়াম ও সেন্টারে হবে অলিম্পিক্সের আসর।
অলিম্পিক্সে সুযোগ পাওয়া ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এবারের অলিম্পিক গেমসে অনেক ভারতীয় ক্রীড়াবিদই পদকের দাবিদার। আশা করা যায়, তাঁরা প্রত্যেকে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন। তাঁরা পদক নিয়েই দেশে ফিরবেন।
প্রসঙ্গত, গত বছর হওয়ার কথা থাকলেও, করোনা অতিমারীর জন্য এক বছর পিছিয়ে যায় অলিম্পিক গেমসের আসর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -