Vinesh Phogat: টোকিও অলিম্পিক্স শেষে নির্বাসন থেকে প্যারিসে ইতিহাস, এক নজরে বিনেশের ঘটনাবহুল সফর
প্যারিস অলিম্পিক্সে পদকজয়ের থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে। ইতিহাস তৈরি করার থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে বিনেশ ফোগত। ইতিমধ্যেই ৫০ কেজির ফ্রি স্টাইলে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় কুস্তিগীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা গত বারের অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী ইউয়ি সুসাকিকে হারিয়ে নিজের নিজের অলিম্পিক্স সফর শুরু করেন তিনি।
বিগত পাঁচ বছর ধরে অপ্রতিরোধ্য। গত অলিম্পিক্সে এক পয়েন্টও না খুইয়ে সোনাজয়ীর বিরুদ্ধে বিনেশের লড়াইটা কতটা কঠিন ছিল, তা আলাদা করে বলে দিতে হয় না। তবে প্রথম রাউন্ডের ম্যাচের শেষ ১০ সেকেন্ডে দুরন্ত টেক ডাউনে ৩-২ ম্যাচ জিতে নেন বিনেশ।
এরপর আরেক বিশ্বচ্যাম্পিয়নকে হারান তিনি। ইউক্রেনের ওকসানা লিভাচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ স্কোরলাইনে সেই ম্যাচ জিতে অলিম্পিক্সের শেষ চারে নিজের জায়গা পাকা করেন বিনেশ।
তবে তাঁর সফরটা কিন্তু একেবারেই সহজ ছিল না। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে নিজের ব্যক্তিগত স্পনসরের জার্সি পড়ে ম্যাটে নামায় নির্বাসিত হতে হয়েছিল বিনেশকে।
এরপর বিগত বছরখানেক ধরে চলে লড়াই। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার দাবিতে সোচ্চার হন বিনেশ।
যন্তর মন্তরের সামনে অনশন থেকে কত কিছুর মধ্য়ে দিয়েই না যেতে হয় তাঁকে।
ডিসেম্বর মাসে ব্রিজভূষণ সিংহের কাছের মানুষ হিসাবে পরিচিত সঞ্জয় সিংহ ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলে নিজের খেলরত্ন ত্যাগ করেন বিনেশ।
বছর খানেক গত অগাস্টে হাঁটুর চোটের কারণে এশিয়ান গেমসে প্রতিদ্বন্দিতাও করতে পারেননি বিনেশ। তবে ঠিক তার এক বছর পর প্যারিসে নতুন ইতিহাস গড়ছেন বছর ২৯-র কুস্তিগীর।
বিনেশ ফাইনালে পৌঁছে অলিম্পিক্সে ঐতিহাসিক পদক সুনিশ্চিত করতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়। ছবি-পিটিআই/বিনেশের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -