Paralympics 2024: 'আজ কি রাত....' তমন্না ভাটিয়ায় মুগ্ধ প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপ সিংহ
নভদীপ সিংহ প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী অ্যাথলিট। ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নভদীপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি শুভঙ্কর মিশ্রার একটি পডকাস্টে এসে বেশ মজাদার কথা বলেছেন নভদীপ। সেখানেই একটি মন্তব্য করেন নভদীপ। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুভঙ্কর মিশ্রা জিজ্ঞাসা করেছিলেন যে নভদীপের পছন্দের অভিনেত্রী কে? তখন নভদীপ বলেন তমন্না ভাটিয়ার নাম।
সেই সময় শুভঙ্কর তমন্নার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় আইটেম সং আজ কি রাত...দেখেছেন কি না নভদীপ তা জিজ্ঞাসা করেন। তার উত্তরে নভদীপ বলেন, 'অবশ্যই দেখেছি।'
নভদীপকে তখন শুভঙ্কর বলেন যে তমন্নার বিশেষ বন্ধু বিজয় ভার্মার কথা। কিছুটা লজ্জা পেয়েই অবশেষে হেসে ফেলেন নভদীপ।
দেশে ফেরার পর নভদীপের মেডেল দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নিজে পাশে বসেন তিনি। নভদীপের মাথার টুপিটিও নিজে পড়েন।
তমন্না এই মুহূর্তে জনপ্রিয় একজন অভিনেত্রী। বলিউডে বহু বছর ধরে কাজ করছেন তিনি। সম্প্রতি স্ত্রী ২ ছবিতে আইটেম ড্যান্সে দেখা গিয়েছে তমন্নাকে।
তমন্না এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে আছেন। দুজনেই এই বিষয়ে মিডিয়ার সামনে খোলাখুলি স্বীকারও করেছেন।
রুষদের এফ ৪১ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন নভদীপ। আগামীতে দেশের হয়ে আরও পদক আনতে বদ্ধপরিকর তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -