Paris Olympics 2024: ০.০০৫ সেকেন্ডের ব্য়বধানে বিজয়ী নির্ধারণ, কোন অঙ্কে সোনা জিতলেন নোয়া লাইলস?
১০০ মিটার দৌড়ে প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন আমেরিকার নোয়া লাইলস। কিন্তু এই সোনা জয়ের সঙ্গে সঙ্গেই একাধিক নাটকীয় মুহূর্ত তৈরি হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুপো জয়ী জামাইকার কিশানে থম্পসন ও লাইলস দুজনেই ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন ৯.৭৯ সেকেন্ড সময়ে। কিন্তু এরপরও আমেরিকার স্প্রিন্টারকেই সোনাজয়ী হিসেবে বেছে নেওয়া হয়।
নিয়ম কী বলছে? এমন পরিস্থিতিতে বিজয়ী কে, তা নির্ধারণ করতে এক সেকেন্ডকে ভাগ করা হয়। সেই হিসেবে নোয়া শেষ করেন ৯.৭৮৪ সেকেন্ডে। সেখানেই পিছিয়ে পড়েঠছিলেন জামাইকার স্প্রিন্টার।
ছবিতেও দেখা যাচ্ছে যে লাইলস ও থম্পসন একই সঙ্গে প্রায় শেষ করলেন দৌড়। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে জামাইকান স্প্রিন্টার শেষ করেন দৌড় ৯.৭৮৯ সেকেন্ডে।
০.০০৫ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে থাকার জন্যই লাইলস সোনা নিশ্চিত করে ফেলেন। পদক জয়ের পর আমেরিকার জাতীয় পতাকা হাতে অভিনব সেলিব্রেশনেও মেতে উঠতে দেখা যায় লাইলসকে।
আমেরিকার আরেক স্প্রিন্টার ফ্রেড কার্লি ব্রোঞ্জ জেতেন এই দৌড়ে। তিনি ৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন।
জাতীয় পকাতা নিয়ে বেলের সামনে গিয়েও সোনাজয় উদযাপন করেন লাইলস। আমেরিকার হয়ে শেষবার অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জাস্টিন গ্যাটলিন ২০০৪ অ্যাথেন্স অলিম্পিক্স।
উল্লেখ্য, জামাইকার প্রাক্তন স্প্রিন্টার কিংবদন্তি উসেইন বোল্ট এখনও পর্যন্ত ১০০ মিটার দৌড়ে দ্রুততম। তিনি ৯.৫৮ সেকেন্ড সময় নিয়েছিলেন। তাঁর রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -