Jewellery Care: দোকানে টাকা ওড়াচ্ছেন কেন ? বাড়িতেই চকচকে করুন সোনা-রুপোর গয়না
প্রথমত সোনার বাড়িতে রাখলে কাগজে মুড়িয়ে রাখুন। সোনার গয়না পৃথক বাক্সে রাখলেও ভাল থাকবে। না হলে ঔজ্জ্বল্য হারাতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূর্যের আলো সরাসরি পৌঁছয় না এমন জায়গায় রাখলে , সোনার গয়না ভাল থাকবে। ঔজ্জ্বল্যও বজায় থাকবে।
সুইমিংপুলে নামলে সবসময় গয়না খুলে রাখা ভাল হবে। কারণ সুইমিং পুলের জলে ক্লোরিন-ব্রোমিন মেশানো থাকে।
ভিনিগারে ডুবিয়ে রাখলে গয়না পরিষ্কার থাকবে। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলে, ঔজ্জ্বল্যও ফিরে আসবে। তবে পরিমাণ বুঝে দিন।
রুপোর গয়নার ক্ষেত্রে মসৃণ কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে মুছে নিন। যত্নে রাখুন।
কখনই গয়না পরিষ্কার করতে সাবান, ক্লোরিন কিংবা অন্য রাসায়নিক ব্যবহার করবেন না।
পাউডারের কৌটায় গয়না রাখবেন না। এতেও বায়ুর সংষ্পর্ষের আসার সম্ভাবনা থাকে।
মনে রাখবেন সবসময় গয়না শরীরের সংষ্পর্শে সবসময় ভাল থাকে। তাই ব্যবহারও করুন মাঝে মাঝে।
বিশেষ করে সোনা-রুপো ধাতু এক এক ক্ষেত্রে বেশ প্রভাব ফেলে, তাই রত্ন বিশেষে এই সকল ধাতুনকে প্রাধান্য দেওয়া হয়।
গয়না ব্যবহার করার পর সবসময় শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন, তাতে ঘামের সংস্পর্শে আসবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -